কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী এবং নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশিকা থাকলেও তার উল্টো চিত্র দেখা গেল ব্যারাকপুর বিডিও ২ অফিসে। সোদপুর মধ্যমগ্রাম রোডে ওপরে ভিডিও অফিসে আজ তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয়। কিন্তু দেখা যায় সেই সময়ে বিডিও অফিসের ১০০ মিটারের সামনেই বাইক মিছিল করছে তৃণমূলের কর্মী সমর্থকরা। সে সময় সেখানে উপস্থিত ছিল ঘোলা থানার আধিকারিক সহ পুলিশ কর্মীরা। কিন্তু তাদের সামনেই সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চলছে জমায়েত ও বাইক মিছিলের প্রস্তুতি। রাজ্যএ যে গণতন্ত্র নেই এই দৃশ্য ফের প্রমান করল। শাষক দলের ক্ষেত্রে নিরব থাকছে পুলিশ প্রশাসন।
Sodepur TMC bike rally
সোদপুরে মনোনয়ন কেন্দ্রের সামনেই বাইক মিছিল তৃণমূলের

×
Comments :0