জলপাইগুড়ি-শিলিগুড়ির জাতীয় সড়কে বাস ও কন্টেনার ট্রাকের সংঘর্ষে আহত হয়েছেন একাধিক যাত্রী। 
বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ দুর্ঘটনাটি হয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফাটাপুকুরে। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের চিকিৎসার জন্য রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে যাত্রী নিয়ে কালচিনির উদ্দেশ্যে যাচ্ছিল বেসরকারি বাসটি। ফাটাপুকুর ট্রাফিক মোড়ে সিগন্যালের জন্য দাঁড়িয়ে ছিল একটি কন্টেনার ট্রাক। সে সময় যাত্রী বোঝাই বাসটি কন্টেনারের পেছনে ধাক্কা মারে। বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার ফলে চালক সহ ২৩ যাত্রী আহত হয়েছেন। 
ঘটনাস্থলে যান ট্রাফিক ওসি বাপ্পা সাহা, ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চক্রবর্তী। সামান্য আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ২ জন গুরুতর আহত হওয়ায় তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ।
ACCIDENT JALPAIGURI
জলপাইগুড়ি: কন্টেনারকে ধাক্কা বাসের, আহত একাধিক যাত্রী
 দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়া হচ্ছে।
                                    দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়া হচ্ছে।
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0