'অভয়া'-র বিচার না পাওয়ার ১০০ দিনে বিক্ষোভ জলপাইগুড়িতেও। দুর্নীতি চক্র এবং হাসপাতালে থ্রেট কালচারে দোষীদের বিচারের আওতায় আনার দাবিতে পথে নামলেন নাগরিকরা।
জলপাইগুড়ি নাগরিক সংসদ রবিবার সন্ধ্যা ৭ টায় জলপাইগুড়ি জলপাইগুড়ি থানা মোড়ে মোমবাতি ও প্রদীপ জ্বালিয়েছে। প্রতিবাদী গানে গলা মিলিয়েছে নাগরিকরা।
অংশ নিয়েছেন ডাক্তার পান্থ দাশগুপ্ত, প্রদীপ কর্মকার, জয়দীপ রায় সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
ABHAYA JALPAIGURI
বিচারের দাবিতে পথে জলপাইগুড়ির নাগরিকরা
বিচারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি জলপাইগুড়ি শহরে।
×
Comments :0