এসআইআর আবহে ভোটার তালিকা সংশোধনের কাজ চলাকালীন চাঞ্চল্যকর ঘটনা বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতে। বিএলওকে দেখেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল লালুরাম বর্মনের(৮০)। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ডাঙ্গাপাড়ার ১৫/১৭০ নম্বর বুথের বর্মনপাড়ায়।
পরিবার সূত্রে জানা গেছে, লালুরামবাবু বহু বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। তবে এতদিনেও তিনি ভোটার তালিকায় নিজের নাম তুলতে পারেননি। এদিন সকালেই এলাকার বিএলও ভোটার তালিকা সংক্রান্ত কাজের জন্য তাঁর বাড়িতে যান। অভিযোগ, বিএলওকে দেখেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লালুরামবাবু, কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর। ভোটার তালিকা সংশোধন পর্বে এমন মৃত্যুকে ঘিরে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই।
স্থানীয় সিপিআই(এম) নেতা রাজকুমার রায় বলেন,
“বৃদ্ধ মানুষটি অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। আজ বিএলও বাড়িতে আসতেই হঠাৎ পড়ে যান। সবাই হতবাক।”
অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের অভিযোগ, প্রশাসনিক প্রক্রিয়ার অস্বচ্ছতা এবং বাড়তি চাপই এই মৃত্যুর পেছনে দায়ী। প্রশাসনের তরফে অবশ্য এখনও পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি।
Dhupguri
বিএলও বাডতে আসতেই হৃদরোগে মৃত্যু, চাঞ্চল্য বারোঘরিয়ায়
×
Comments :0