বর্ধমান শহরের উৎসব ময়দানে পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষকসভার রাজ্য সম্মেলনের প্রকাশ্য অধিবেশন চলছে। সভাপতিত্ব করছেন বিপ্লব মজুমদার। বক্তব্য রাখবেন প্রাদেশিক কৃষকসভার সম্পাদক অমল হালদার, সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণণ, সহসভাপতি এবং রাজস্থানের শিকরের সাংসদ অমরা রাম। বক্তব্য রাখবেন দেশের কৃষক আন্দোলনের নেতা হান্নান মোল্লাও।
Kisan Conference Bardhaman
বর্ধমানে শুরু কৃষকসভার সমাবেশ, দেখুন সরাসরি
×
Comments :0