অনুমান মিলে গেল। সোমবার বাজার খুলতেই চড়ে গেল শেয়ার বাজার সূচক সেনসেক্স এবং নিফটি।
বুথ ফেরত সমীক্ষা শেয়ার বাজারে পতন ঠেকাতেই, এই অনুমান ছিল। সমীক্ষায় বিজেপি’র ব্যাপক আসনে জয়ের অনুমান করা হয়েছে।
তবে সোমবার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, “আমরা মনে করি সমীক্ষার উলটৌ ফল বের হবে ভোট গণনায়। জয়ী হবে ‘ইন্ডিয়া’।
এদিন দিল্লিতে ডিএমকে দপ্তরে যান সোনিয়া। প্রয়াত এম করুণা নিধির জন্ম শতবর্ষে শ্রদ্ধা জানান তিনি এবং রাহুল গান্ধী।
Sonia Exit Poll
চড়ল শেয়ার বাজার, সোনিয়া বললেন উল্টে যাবে সমীক্ষা
ডিএমকে দপ্তরে সোনিয়া গান্ধী।
×
Comments :0