ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সেই মামলা ফেরানো হলো হাইকোর্টেই। কলকাতা হাইকোর্টকে নির্দেশ ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে শুনানি শেষ করার জন্য।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নতুন ওবিসি তালিকা তৈরি করেনি রাজ্য সরকার এই মর্মে অভিযোগ জানিয়ে মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলায় কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছিল নতুন লিস্টের ওপর। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট বলে হাইকোর্টের রায় ত্রুটিপূর্ণ। এদিন কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করেছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে নির্দিষ্ট বেঞ্চ নির্ধারণ করে ৬ থেকে ৮ সপ্তাহর মধ্যে শুনানি শেষ করতে হবে।
রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল এদিন সুপ্রিমকোর্টে বলেন, "এই স্থগিতাদেশের জন্য একাধিক নিয়োগ আটকে রয়েছে। প্রায় ৯ লক্ষ শুন্য পদে নিয়োগ করা যাচ্ছে না।"
১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট যখন বাতিল হয় কলকাতা হাইকোর্টে তখন ডিভিশন বেঞ্চ নির্দিষ্টভাবে বলে দিয়েছিল এই সার্টিফিকেট বাতিলের ফলে কোনও নিয়োগ বা কলেজে ভর্তির প্রক্রিয়া আটকাবে না। ২০১০ সালের আগের লিস্ট অনুযায়ী নিয়োগ ও ভর্তি প্রক্রিয়া চলবে।
Comments :0