BRITAIN FTA

আমেরিকাকে ঘিরে শঙ্কার মাঝে ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তি ভারতের

আন্তর্জাতিক

বাণিজ্য চুক্তি সই করছেন পীযূষ গয়াল এবং জোনাঁন রেনল্ডস।

আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি ঘিরে একরাশ আশঙ্কা রয়েছে। সেই আবহেই ব্রিটেনের সঙ্গে ‘মুক্ত বাণিজ্য সমঝোতা’ সম্পন্ন করল ভারত।
ভারত ও ব্রিটেনের দুই বিদেশ মন্ত্রী পীযূষ গয়াল এবং জোনাথন রেনল্ডস চুক্তি সই করেন। সঙ্গে ছিলেন দুই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কের স্টারমার। 
গয়ালের বক্তব্য, ২০৩০’র মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ১২০ বিলিয়ন ডলারে পৌঁছানো লক্ষ্য। চলতি বাণিজ্য আয়তনের দ্বিগুন করতে হবে লেনদেন। তাঁর দাবি, ভারতের শ্রম নিবিড় শিল্পের জন্য বছরে ২৩ বিলিয়ন ডলার বা পৌনে ২ লক্ষ কোটি টাকার বাজার খুলে দেবে। চামড়া, অলঙ্কার সহ ছোট ও মাঝারি শিল্পের বাজার বাড়বে। ৯৫ শতাংশ কৃষি পণ্য বিনা শুল্কে রপ্তানি করা যাবে।
শুল্ক অনুযায়ী, ভারতের ৯৯ শতাংশ রপ্তানি পণ্যে শুল্ক ছাড় দেবে ব্রিটেন। ব্রিটেনের রপ্তানিতে ভারত শুল্কের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করবে। 
তবে কৃষকের ফসলের দামের নিশ্চয়তা এবং শ্রমিকের ন্যূনতম সঙ্গত মজুরির ব্যবস্থা না থাকায় কৃষি ব্যবসায়ী এবং শিল্পমালিকরাই লাভ পাবেন।  
ভারতের কৃষি রপ্তানি সারা বিশ্বে মোট ৩৬.৩৬ বিলিয়ন ডলার। ব্রিটেনের মোট কৃষি পণ্য আমদানি ৩৭.৫২ বিলিয়ন ডলার। কিন্তু ভারত থেকে আমদানি করে ৮১১ মিলিয়ন ডলার। চা, আম, আঙুর এবং মসলার বাজার ব্রিটেনে বাড়বে। 
ভারতকে ব্রিটেনে তৈরি হুইস্কি ও জিনে আমদানি শুল্ক ১৫০% থেকে দশ বছরে ৪০ শতাংশে নামাতে হবে। মোটরযানে শুল্ক ১০০% থেকে কমিয়ে ১০ শতাংশ করতে হবে। 
এদিকে আমেরিকার সঙ্গে চুক্তি আলোচনায় ভারতে কৃষি ও ডেয়ারি সামগ্রীর বাজার খুলে দেওয়ার আশঙ্কা করছে সংযুক্ত কিসান মোর্চা। ১৩ আগস্ট দেশজুড়ে প্রতিবাদের ডাকও দিয়েছে।

Comments :0

Login to leave a comment