Migrants Special Session

আটক সহস্রাধিক পরিযায়ী, সোচ্চার বামপন্থীরা, আগস্টে হতে পারে বিধানসভার বিশেষ অধিবেশন

রাজ্য

বাংলাভাষীদের বাংলাদেশি বলে ধরপাকড়ের বিরুদ্ধে গত বুধবার ধর্মতলায় মিছিল বামপন্থীদের।

বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি অভিযোগে আটক করছে বিভিন্ন রাজ্যের বিজেপি সরকার। বামপন্থীরা টানা প্রতিবাদে সোচ্চার। দাবি উঠেছে বিধানসভার বিশেষ অধিবেশনেরও। সূত্রের খবর, আগস্টে পরিযায়ী নির্যাতন সংক্রান্ত বিশেষ অধিবেশন ডাকতে পারে রাজ্যের তৃণমূল সরকার।
দিল্লির নাথুপুরায় একেবারে প্রান্তিক বাংলাভাষী অন্তত ১০ শ্রমিককে আটক করেছে পুলিশ। তাঁদের পরিজনরা জানিয়েছেন নদীয়ার নাকাশিপাড়া এবং তেহট্ট থানার বাসিন্দা তাঁরা। আধার, প্যান, রেশন- সব নথি হাজির করেও রেহাই মেলেনি। পুলিশ একতরফা বাংলাদেশি বলে তুলে নিয়ে ডিটেনশন ক্যাম্পে আটক করে রেখেছে।    
সংবাদমাধ্যমে রাজ্য পুলিশের সূত্র জানিয়েছে যে জুন থেকে প্রায় ১৪০০ পরিযায়ী শ্রমিকের সম্পর্কে বিশদ তথ্য পরীক্ষার ‘অনুরোধ’ জানিয়েছে বিভিন্ন রাজ্য। তার মধ্যে ৯৭০ জনের বিশদ পরীক্ষা করে উঠতে পেরেছে রাজ্য পুলিশ। দেখা গিয়েছে তাঁদের প্রত্যেকেই এ রাজ্যেরই বাসিন্দা। 
গত ২৩ জুলাই ধর্মতলা থেকে পরিযায়ী হেনস্তার প্রতিবাদেই মিছিল করেছে বামপন্থী দলগুলি। রাজ্যজুড়ে চলছে মিছিল। রাজ্যের তৃণমূল সরকার দীর্ঘদিন ধরে চুপ করে বসে আছে কেন বারবার তুলেছে সে প্রশ্ন। সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন যে সংবিধানের কেন্দ্রীয় তালিকা অনুযায়ী এক রাজ্যের মানুষ অন্য রাজ্যে গেলে তাঁদের সুরক্ষার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। তা’হলে কেন্দ্র এবং সংশ্লিষ্ট রাজ্যগুলিকে চিঠি পাঠাচ্ছে না কেন তৃণমূল সরকার। কেন বিধানসভা অধিবেশন ডেকে পরিযায়ী হেনস্তার বিরোধিতায় পাশ করানো হচ্ছে না প্রস্তাব।
বাংলাভাষী এই পরিযায়ীদের আটক করে রাখা হয়েছে বিজেপি শাসিত ওড়িশা, ছত্তিশগড়, উত্তর প্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র এবং রাজস্তানের বিভিন্ন ডিটেনশন ক্যাম্পে। 
এর মধ্যে গুরগাঁওয়ের পুলিশ আরও কয়েকজন পরিযায়ীর পরিচয় বিশদে জানার জন্য অনুরোধ পাঠিয়েছে কলকাতা পুলিশকে। গুরগাঁও পুলিশ সংবাদমাধ্যমে স্পষ্ট জানিয়েছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকাতেই চালু করা হয়েছে বিভিন্ন ডিটেনশন ক্যাম্প। 
সংসদের চলতি অধিবেশনে বিরোধীরা দাবি তুলেছে বাংলাভাষীদের বাংলাদেশী বলে দেগে দিয়ে হেনস্তা সম্পর্কে জবাবদিহি করতে হবে কেন্দ্রের সরকারকে। বিজেপি পরিচালিত রাজ্যগুলিতে ডিটেনশন ক্যাম্প তৈরি করে বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে রাখার উদ্দেশ্য ব্যাখ্যা করতে হবে। 
ওড়িশা সরকারি আটক করে রেখেছে প্রায় ৪০০ পরিযায়ী শ্রমিককে। হাইকোর্টে দায়ের মামলায় ওড়িশা সরকার গত বুধবার জানিয়েছে যে ৪০০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। ওড়িশার বিজেপি সরকারের বক্তব্য, কাউকে গ্রেপ্তার করা হয়নি। তাঁদের সম্পর্কে বিশদ তথ্য যাচাই করা হয়েছে। 
সূত্রের খবর, ৮ আগস্ট থেকে ২১ আগস্ট বিধানসভার বিশেষ অধিবেশন ডাকতে পারে সরকার। বিভিন্ন রাজ্যের বাংলার শ্রমিকদের ওপর নির্যাতন নিয়েই হবে অধিবেশন। পরিযায়ী শ্রমিক সম্পর্কিত একাধিক বিলও পেশ করতে পারে রাজ্য। তবে এ বিষয়ে সরকারি কোনও ঘোষণা হয়নি।

Comments :0

Login to leave a comment