উলুবেড়িয়ার তপনা গ্রাম পঞ্চায়েতের বিশ্বেশ্বরপুরের ফতেপুরে বোমা বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করলো উলবেড়িয়া থানার পুলিশ। পুলিশ এই বোমা বিস্ফোরণের ঘটনায় এর আগে উলুবেড়িয়া ১নং ব্লকের হাটগাছা ২ নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাউড়িয়া গ্রামের বাসিন্দা শেখ হাফিজুরকে গ্রেপ্তার করেছিল। ঘটনায় গুরুতর আহত ছিল শেখ শামসুল। শামসুল সুস্থ হয়ে বাড়ি ফিরতেই মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে উলুবেড়িয়া থানার পুলিশ। ধৃতকে বুধবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর উলুবেড়িয়া ১ নং ব্লকের তপনা গ্রাম পঞ্চায়েতের বিশ্বেশ্বরপুর ফতেপুর রথতলায় বাড়ির ভিতরে বোম বাঁধতে গিয়ে প্রবল বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, যে ঘরে বোম বাধা হচ্ছিল সেই ঘরটি উড়ে যায়। ক্ষতিগ্রস্ত আশেপাশের কয়েকটি বাড়ি। বিস্ফোরণের গুরুতর আহত হয় কয়েকজন। এই আড়তদের  মধ্যে ছিল শেখ শামসুল। ঘটনার কয়েকদিন পরে আব্দুল হালিম (৪২) ও শামসুলের ছেলে সেখ আরিফ (১৪) চিকিৎসাধীন অবস্থায় কলকাতার পিজি হাসপাতালে মারা যায়। পরে ঘটনাস্থলে আছে ফরেন্সিক দল। তারা ঘটনাস্থলে কয়েকটি তাজা বোমা উদ্ধার করে। এবং ঘটরস্থল থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়।
বিশেষ একটি সূত্র থেকে জানা গেছে, শামসুলের পারিবারিক জমি নিয়ে একটি গন্ডগোল চলছিল। গন্ডগোল হতে পারে সেই আশঙ্কা নিয়ে আগাম প্রস্তুতি হিসেবে ঘটনার দিন সে নিজে বাড়িতে বসে কয়েকজনকে নিয়ে বোমা বাঁধছিল। তারপরেই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ফলে দু'জনের মৃত্যু হয়।
Uluberia Blast
উলুবেড়িয়ায় বিস্ফোরণ, মূল অভিযুক্ত গ্রেপ্তার
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0