Result

এসএসসির একাদশ- দ্বাদশের ফল প্রকাশ

রাজ্য

এসএসসি‘র প্রথম পর্বের ফলপ্রকাশ হলো শুক্রবার। আজ রাত ৮টার পর থেকেই ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, https://westbengalssc.com- এই ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে।
তৃণমূলের দুর্নীতির দায়ে ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় নিয়োগ হওয়া ২৬ হাজার মানুষ চাকরি হারান। সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছায় মামলা। তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে মামলাটিতে চাকরি বাতিলের নির্দেশ দিতে গিয়ে বলেন, বৃহত্তর পরিসরে জালিয়াতি হয়েছে। পুরো বাছাই প্রক্রিয়াটিই কলঙ্কিত এবং সমাধানের বাইরে। ধামাচাপা দেওয়ার চেষ্টার ফলে পুরো প্রক্রিয়াটি আরও বেশি করে কলুষিত হয়েছে। 
কিছুদিন আগে সর্বোচ্চ আদালতের কড়া নির্দেশে 'দাগি' দের তালিকা প্রকাশ করে কমিশন। এবং সুপ্রিম কোর্টের নির্দেশেই নতুন করে পরীক্ষার ব্যাবস্থা করে কমিশন। চলতি বছরের ১৪ সেপ্টেম্বর হয় সেই পরীক্ষা। আজ সেই পরীক্ষারই একাদশ - দ্বাদশের ফল প্রকাশ হচ্ছে। ১২ হাজার ৫১৪ টি শূন্য পদের জন্য প্রায় ২ লক্ষ্য ১৬ হাজার ৫৪৩ জন পরীক্ষা দেন। তার মধ্যে ৩ হাজার ১২০ জন বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থী ও ছিলেন। ৬০ নম্বরের লিখিত পরীক্ষা দেন তাঁরা। ৪৭৮ টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হয়। বর্তমান দেখার যে, কতজন চাকরিহারা প্রার্থী এই পরীক্ষায় উত্তীর্ণ হলেন।    
বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, ফলপ্রকাশের পরই ১৭ তারিখ থেকে অঞ্চলের ভিত্তিতে শুরু হবে নথি যাচাই'র কাজ। এবার এই নথি যাচাইয়ের কাজ করা হবে এসএসসি'র কেন্দ্রীয় কার্যালয়েই। তারপরেই ইন্টারভিউর মাধ্যমে নিযোগ করা হবে যোগ্যপ্রার্থীদের। পাশাপাশি,চলতি মাসেই বেরোতে পারে দ্বিতীয় পর্বের ফলও।

Comments :0

Login to leave a comment