পরপর চুরি হচ্ছে এলাকায়। পাঁচটি বাড়ি থেকে খোয়া গিয়েছে জিনিসপত্র। মালদহ জেলার কালিয়াচক-২ বাঙ্গিটোলা গ্রামে ছড়িয়েছে আতঙ্ক। 
নগদ অর্থ, অলঙ্কার, জলের মোটর চুরি গেছে বিভিনন বাড়ি থেকে। অধিকাংশ ক্ষেত্রে চুরি হয়েছে রাত ১টা থেকে ৪টের মধ্যে। 
গ্রামবাসীরা বলছেন, থানায় অভিযোগ জানাতে গেলে সমস্যার সমাধান হচ্ছে না। উলটে অভিযোগকারীদের হেনস্তা করা হচ্ছে। 
শুক্রবার রাতে পর পর দু’টি বাড়ি থেকে নগদ প্রায় দু লক্ষ টাকা সহ অলঙ্কার  বাসনপত্র চুরি হয়েছে। মীনা মিশ্র ও ধীরাজ কুমার ঝা-র বাড়িতে চুরি হয়। গ্রামের শানু চক্রবর্তীর বাড়িতেও চোর ঢোকে। তবে তাঁর মা জেগে গিয়ে চিৎকার করে উঠলে চোর পালিয়ে যায়।  
মীনা মিশ্রের ছেলে পল্টু মিশ্র জানান তাঁর বাহান্ন বছর বয়সে এই প্রথম এ ধরনের চুরি হলো এলাকায়। ঘটনায় তাঁর মা আতঙ্কিত হয়ে পড়েছেন। 
এলাকার ভিলেজ পুলিশকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে দু’টি পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়। এলাকায় নিয়মিত পুলিশি টহলের দাবি করা হয়।
THEFT KALIACHAK
পরপর চুরি, আতঙ্ক কালিয়াচকের গ্রামে
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0