বুনোহাতির তান্ডবে দিশেহারা মেটেলী বিডিও অফিস পাড়া। রাত দশটা নাগাদ হাতির আগমন হয়। তান্ডব চলে রাত ১২টা প্রর্যন্ত। এই সময় বেশ কয়েকটি বাড়ির দেওয়াল ভাঙে। মঙলবাড়ি বাজার থেকে মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন নকুল রায় নামে এক যুবক। হাতি তাকে শুড় উচিয়ে তাড়া করলে মোটর বাইক ফেলে গলির মধ্যে পালিয়ে প্রাণে বাঁচেন। দুই ঘন্টা তান্ডব চালিয়ে বুনোহাতি জঙ্গলে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে বনবিভাগের আধিকারিকরা।
জাতীয় সড়কের পাশে ও মঙলবাড়ি বস্তি সংলগ্ন চালসা বিডিও অফিস পাড়া জনবহুল এলাকা। সেখানে হাতির আগমনে আতঙ্ক তৈরি হয়। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বাড়ে। তাদের বক্তব্য এভাবে হাতি চলে আসলে দুর্ঘটনা ঘটতে পারে। বনবিভাগকে টহলদারির উপর আরো জোর দেওয়া দরকার। 
ওই এলাকার পরিবেশপ্রেমী মানবেন্দ্র দে সরকার বলেন, ‘‘বেশ কিছুদিন ধরে খড়িয়া বন্দর টুকরা ফরেষ্টে একটা হাতির দল এসে রয়েছে। সেখান থেকে খাবারের খোজে এই এলাকায় চলে আসে। জনবসতি এলাকায় এর আগেও হাতির তান্ডব হয়েছে।’
Elephant Attack
হাতির তাণ্ডব চালসায়, প্রাণে বাঁচলেন যুবক
 হাতির তান্ডবে ভাঙা দেওয়াল।
                                    হাতির তান্ডবে ভাঙা দেওয়াল।
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0