কাজ থেকে বাড়ি ফেরার পথে হাতির আক্রমণে মৃত্যু দুই ভাইয়ের। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃতরা হলেন অজয় ওঁরাও এবং সঞ্জয় ওঁরাও। দু'জনেই নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের মৌরিজোতের বাসিন্দা। 
বুধবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির হাতিঘিষা এলাকায়। দুই ভাই সঞ্জয় ওঁরাও ও অজয় ওঁরাও গভীর রাতে কাজ সেরে একসঙ্গে বাইকে চেপে বাড়ির দিকে ফিরছিলেন। সেই সময় হাতিঘিষার মৌরিজোত এলাকায় আচমকাই তাদের বাইকের সামনে হাতি চলে আসে। এক ভাইকে ঘটনাস্থলেই পিষে মারে। আরেই ভাই প্রাণে বাঁচতে পালানোর চেষ্টা করলেও তাকেও ধরে ফেলে হাতি। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। জানা গেছে, দুই ভাই নিরাপত্তারক্ষীর কাজ করতেন। গোটা ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বনদপ্তরের কার্শিয়াঙ রেঞ্জের ডিএফও দেবেশ পান্ডে জানান, মৃতদের পরিবারকে বনদপ্তরের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেবার বিষয়টি দেখা হচ্ছে।
Elephant Attack
হাতির আক্রমণে নকশালবাড়িতে নিহত দুই ভাই
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0