মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে নৃশংস ভাবে খুন ভারতীয়কে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর ওয়াশিং মেশিনকে নিয়ে নিহত চন্দ্র মৌলীর (বব) সাথে তার এক সহকর্মীর বচসা হয়। তারপরই তাকে তার পরিবারের সদস্যদের সামনে খুন করা হয়। ঘটনায় অভিযুক্ত কোবোজ মার্টিনেজকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে আগেও অপরাধ সংগঠিত করার অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে।
পিটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে বব ওই ব্যাক্তিকে ঘরে থাকা একটি অকেজো অবাশিং মেশিন ব্যবহার করতে বারন করেন। তার পরিপ্রেক্ষিতে সেই ব্যাক্তি তাকে কথা বলেন, বব সেই ঘরে থাকা তাদেরই একজন মহিলা সহকর্মীকে বলেন মার্টিনেজ কি বলছে তা তাকে বলার জন্য। সেখান থেকেই শুরু হয় বচসা। মার্টিনেজের অভিযোগ বব তাকে গুরুত্ব না দিয়ে অপমান করেছে।
সামাজিকমাধ্যমে একটি ভিডিওতে দেখা গিয়েছে গাড়ি পার্কিং-এর জায়গায় প্রাণ বাঁচাতে বব দৌড়াচ্ছে পিছন থেকে তাকে ক্রমাগত আঘাত করে যাচ্ছে মার্টিনেজ। ঘটনার সময় সেখানে থাকা ববের স্ত্রী এবং ছেলে তাকে প্রাণে বাঁচানোর চেষ্টাও করেন।
হাউস্টনের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এক্সহ্যান্ডেলে জানানো হয়েছে তারা ববের পরিবারের সাথে যোগাযোগ রাখছে। বর্তমানে অভিযুক্ত পুলিশি হেপাজতে রয়েছে বলে জানানো হয়েছে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে।
উল্লেখ্য মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয়দের ওপর ঘটনা সামনে এসেছে। মার্কিন রাষ্ট্রপতি বার বার নিজেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বন্ধু বলে দাবি করে আসেন। কিন্তু নিজেদের দেশে ভারতীয়দের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে মার্কিন প্রশাসনকে কেন ভূমিকা নিতে দেখা যাচ্ছে না। আর এই ঘটনার পরেও ভারত সরকারের পক্ষ থেকে কোন নিন্দা জানানো হয়নি।
USA
টেক্সাসে নৃশংস ভাবে খুন ভারতীয়

×
মন্তব্যসমূহ :0