MIG-21

দীর্ঘ ছয় দশকের যাত্রা শেষ করে অবসরে যাচ্ছে মিগ-২১

জাতীয়

১৯৬৩ সালে ভারতে আসা যুদ্ধবিমান মিগ-২১ বাইসনকে দীর্ঘ ছয় দশক পর অবসরে পাঠাচ্ছে ভারতীয় বায়ুসেনা। চলতি বছরের সেপ্টেম্বর মাসে রাজস্থানের নাল এয়ার বেস থেকে শেষবারের মতো উড়বে মিগ-২১, এরপর থেকে আর কোনো কাজে ব্যবহার করা হবে না এই যুদ্ধবিমানটি।
ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক চুক্তির পর থেকেই এই যুদ্ধবিমানটি ভারতীয় বায়ুসেনার অন্যতম বাহন। যা বহু যুদ্ধ ও দূর্ঘটনার সাক্ষী । ১৯৬৫ ও ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ থেকে শুরু করে ১৯৯৯ সালের "কার্গিল যুদ্ধ" , এবং বর্তমানে ঘটে যাওয়া "অপারেশন সিঁদুর" প্রত্যেক ক্ষেত্রেই  মিগ-২১ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯৭০ সালের পর থেকে এই যুদ্ধবিমানটির কারনে হওয়া দূর্ঘটনায় প্রায় ১৭০ জন‌ পাইলটসহ আরও ৪০ জন সাধারণ মানুষের মৃত্যু ঘটে। এছাড়াও ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে প্রায় ১৩ বার দূর্ঘটনার শিকার হয় এই যুদ্ধবিমানটি।
তবে ২০২২ সালে ভারতীয় বায়ুসেনা তরফে জানানো হয়েছিল , এই যুদ্ধবিমানের ব্যবহার ধীরে ধীরে কমানো হবে। পরিসংখ্যায় দেখা গেছে , ৬০ এর দশকে এই‌‌ যুদ্ধবিমানের সংখ্যা ছিল প্রায় ১২০০-রও বেশি কিন্তু বর্তমান ২০২৪ সালের পরিসংখ্যান অনুযায়ী এই সংখ্যা কমে মাত্র ৪০-এ এসে দাঁড়িয়েছে। বায়ুসেনা প্রধান বিআর চৌধরী সূত্রে জানা গেছে , এলসিএ মাক ওয়ানএ যুদ্ধবিমানটির ব্যবহার শুরু করা হবে মিগ-২১ এর বদলে , তাই মিগ-২১ যুদ্ধবিমানটাকে অবসরে পাঠানো হচ্ছে বায়ুসেনা তরফে।

Comments :0

Login to leave a comment