Partha Chatterjee

গ্রুপ সি মামলায় জামিন পেলেন পার্থ

রাজ্য

তাহলে কি ফের একবার সিবিআইয়ের ব্যার্থতা প্রমাণিত হবে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে। মঙ্গলবার গ্রুপ সি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির জামিন অন্তত সেই প্রশ্ন তুলে দিচ্ছে। 
মঙ্গলবার আলিপুরের বিশেষ সিবিআই আদালত ৯০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে পার্থকে জামিন দিয়েছে। বলা হয়েছে আদালতের অনুমতি ছাড়া কলকাতা ছেড়ে যেতে পারবেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী।
তবে এই মামলায় জামিন পেলেও জেলে থাকতে হবে পার্থকে। কারণ, তার বিরুদ্ধে রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা। হাইকোর্টে সেই মামলার শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে। রায়দান স্থগিত রয়েছে। ফলে সেই মামলায় জামিন না পেলে জেল থেকে মুক্তি হবে না পার্থ চ্যাটার্জির। 
২০২২ সালের ২২ জুলাই নাকতলায় পার্থর বাড়িতে অভিযান চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করে ইডি। তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অর্পিতার টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে থেকেও উদ্ধার হয় টাকা। টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২১ কোটি ৯০ লক্ষ টাকা, আর বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। গ্রেপ্তার করা হয় পার্থ এবং অর্পিতাকে।
এরপর একের পর এক দুর্নীতি সামনে আসতে থাকে, নবম-দশম শ্রেণির নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গ্রুপ সি ও গ্রুপ ডি। এর অধিকাংশ মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন পার্থ।
এর মধ্য সিবিআইয়ে ব্যার্থতা সামনে আসছে। একাধিক মামলায় প্রমাণের অভাবে জামিন পেয়েছেন পার্থ চ্যাটার্জি সহ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক অভিযুক্ত। তিন বছর সময় পাওয়ার পর কেন এখনও পার্থদের বিরুদ্ধে প্রমাণ সহ চার্জশিট জমা দিতে পারলো না দুই কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা তা নিয়ে প্রশ্ন রয়েছে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন