Malbazar

অ্যাম্বুলেন্সের সঙ্গে বাইকের সংঘর্ষে মালবাজারে মৃত ২

জেলা

সোমবার রাতে মালবাজার পোস্ট অফিসের সামনে অ্যাম্বুলেন্স এর সঙ্গে বাইকের সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই বাইক আরোহীর। মৃতরা হলেন সুমন ওরাও(৬০) এবং রামলাল ওরাও (৪৪)। মৃত দুজনই মালবাজার শহর লাগোয়া সোনগাছি চা বাগানের বাসিন্দা। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 
জানা গেছে সুমন রামলালকে সঙ্গে নিয়ে মালবাজার শহরে এসেছিলেন কাজে। রাত ন'টা নাগাদ বাড়ি ফেরার পথে পোস্ট অফিসের সামনে উল্টো দিক থেকে আসা দ্রুতগতির অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের বাইকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুমন ওরাওয়ের। ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে বাইকটি ছিটকে সেই সময় এক পথচারীর গায়ে গিয়ে পড়লে তিনিও আহত হন। আহত ওই পথচারী রুপালি বর্মনকে প্রাথমিক চিকিৎসার পর মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে দুর্ঘটনার পরই রামলালকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। তড়িঘড়ি তাঁকে সেখানে সিসিইউ'তে ভর্তি করানো হয়। তবে ওই ব্যাক্তিকে আর বাঁচানো সম্ভব হয়নি।
এদিকে দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি গিয়ে স্ট্যান্ডে দাঁড়িয়ে পড়ে। মালবাজার ট্রাফিক বিভাগের পুলিশ খবর পেয়ে সেখান থেকেই অ্যাম্বুলেন্সটিকে বাজেয়াপ্ত করে। পুলিশ সূত্রে জানা গেছে অ্যাম্বুলেন্সের চালকও ঘটনায় আহত হয়েছেন। তাঁকেও হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। দুর্ঘটনার পর এদিন নতুন করে মালবাজার শহরে ট্রাফিক আইন না মেনে গাড়ি চালানোর অভিযোগ ফের প্রকট হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে বাইকের চাইতেও অ্যাম্বুলেন্সের গতি ছিল অনেক বেশি। শহরে যানবাহন চলাচলে গতি নিয়ন্ত্রণের দাবি জোরালো হচ্ছে।

Comments :0

Login to leave a comment