প্রতীম দে ও প্রিতম ঘোষ
মিছিলের সামনে ডঙ্কা বাজিয়ে হাঁটছেন মতুয়ারা। ২০০ পতাকা হাতে নিয়ে ছাত্র-যুবরা। বিরাটি থেকে মিছিল শুরু হয়েছে বেলঘরিয়ার দিকে এগচ্ছে। যশোর রোড বন্ধ। কামারহাটিতে হবে বাংলা বাঁচাও যাত্রা-র সমাপন সমাবেশ। উদ্বাস্তু মানুষ মতুয়ারা এসেছিলেন এপারে। নিপীড়িত এই মানুষের কথা বলে এসেছে বাংলা বাঁচাও যাত্রা। তাঁদের বিভাজনের রাজনীতির বিরুদ্ধে কথা বলছে। তাঁদের নিয়ে রাজনীতির বিপক্ষে বলছে। রয়েছেন মহম্মদ সেলিম, পলাশ, দাশ, মীনাক্ষী মুখার্জিম আভাস রায়চৌধুরী সহ সিপিআই(এম) নেতৃবৃন্দ।
Comments :0