নৈহাটির বঙ্কিমাঞ্জল স্টেডিয়ামে কলকাতা লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেমেছিল মোহনবাগান। ক্যালকাটা স্পোর্টস লাভার্সের বিরুদ্ধে প্রথমার্ধের শেষে ২-০ গোলে এগিয়ে ছিল সবুজ মেরুন। ২১ মিনিটে গোল করেছিলেন অধিনায়ক সন্দীপ মালিক। ২৯ মিনিটে ক্যালকাটা স্পোর্টস লাভার্সের গোলরক্ষক রুমিত যাদববের ভুলে আত্মঘাতী গোল হয়েছিল।
দ্বিতীয়ার্ধেও দেখা মিলল সেই একই দৃশ্যের। এই অর্ধেও এল দুটি গোল। ম্যাচের ৪৯ মিনিটে একটি দুর্দান্ত সাইড ভলি থেকে তৃতীয় গোল করেন পাসাং তামাং। ৭২ মিনিটে ক্যালকাটা স্পোর্টস লাভার্সের গোলরক্ষক রুমিত যাদবের মাথার উপর দিয়ে সুন্দর একটি লব করে চতুর্থ গোল করেন আদিল। প্রথম ম্যাচে পুলিশ এসির কাছে আশ্চর্যজনকভাবে হারের পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াল সবুজ মেরুন। ৪-০ গোলে বড় জয় পেয়ে কলকাতা লিগে নিজেদের জয়যাত্রা শুরু করল ডেগি কার্ডোজোর দল।
Comments :0