ব্যারিকেড করেও ঠেকানো গেল না প্রতিবাদ। ৯ জুলাই ধর্মঘটের দিন পুলিশের জুলুমের বিরুদ্ধেই হয়েছে মিছিল। সিআইটিইউ’র ডেপুটেশন নিতে বাধ্য হলো বারাকপুর কমিশনারেটের পুলিশ।
৯ জুলাই সারা দেশে ধর্মঘট ছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের শ্রম কোডের বিরুদ্ধে। ডাক দিয়েছিল দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং জাতীয় স্তরের ফেডারেশন সমূহ। সেই সঙ্গে সমাজের অন্য অংশের মোট ১৭টি দাবি জুড়ে গিয়েছিল। মোদীর বিরুদ্ধে প্রতিবাদেই রাজ্যজুড়ে শ্রমিক-কৃষক মেহনতির ওপর ঝাঁপিয়ে পড়ে তৃণমূল সরকারের পুলিশ।
সোমবার তার প্রতিবাদেই সিআইটিইউ উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি বারাকপুর পুলিশ কমিশনারেট অভিযানের ডাক দেয়। বারাকপুর দমদম শিল্পাঞ্চলে বন্ধ কলকারখানার জমিতে প্রোমিটিংয়ের প্রতিবাদ করে কলকারখানা খোলার দাবিও তোলে সিআইটিইউ।
বারাকপুর স্টেশন চত্বরে জমায়েত করে মিছিল হয়। চিড়িয়া মোড় হয়ে বিটি রোড ধরে বারাকপুর পুলিশ কমিশনারের অফিসের কাছে পৌঁছায় প্রতিবাদী মিছিল। মিছিল শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সিআইটিইউ উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি সোমনাথ ভট্টাচার্য এবং সম্পাদক গার্গী চ্যাটার্জি।
মিছিল আটকাতে বিটি রোডের ওপর পুলিশ তিনটি ব্যারিকেড করে। সিআইটিইউ কর্মীরা প্রথম দু’টি ব্যারিকেড ভেঙে এগতেই পুলিশের সঙ্গে শুরু হয় বিতণ্ডা। ধুন্ধুমার পরিস্থিতি হয়। চলে শ্লোগান। শেষ পর্যন্ত পুলিশ সিআইটিইউ’র প্রতিনিধি দলকে ডেপুটেশনে যেতে দিতে বাধ্য হয়।
সাতজনের প্রতিনিধি দল বারাকপুর পুলিশ কমিশনারের কাছে গিয়ে ডেপুটেশন জমা দেয়। প্রতিনিধি দলে ছিলেন সোমনাথ ভট্টাচার্য, গার্গী চ্যাটার্জি, অসিত সেন, জহর ঘোষাল, শুভজিৎ দাশগুপ্ত, কণিকা দাস এবং সুশান্ত দেব।
ডেপুটেশন চলাকালীন বাইরে সভায় বক্তব্য রাখেন গণআন্দোলনের নেতা সায়নদীপ মিত্র, সুবীর ভট্টাচার্য। কর্মসূচিতে ছিলেন শিবশঙ্কর ঘোষ, অতসী চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য শংকর বসু সহ সিআইটিইউ নেতৃবৃন্দ।
Barrackpur Protest CITU
ধর্মঘটে জুলুমের প্রতিবাদ বারাকপুরে, বাধা সরাতে হলো পুলিশকে

×
Comments :0