শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে খুশির হাওয়া। নতুন সিংহ শাবকের জন্ম দিয়েছে সিংহি তনয়া। নতুন চার সিংহ শাবকের আগমনে উচ্ছ্বসিত বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। শারদোৎসবের আগেই বেঙ্গল সাফারি পার্কে সিংহ সাফারি শুরু করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করতে চলেছে পার্ক কর্তৃপক্ষ।
সোমবার শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে বনমহোৎসব অনুষ্ঠান ২০২৫ পালিত হয়েছে। অনুষ্ঠানে এই খুশির খবর জানানো হয়। বর্তমানে শাবক সহ মা তনয়া কোয়ারেন্টিনেই রয়েছে। বনমহোৎসবকে কেন্দ্র করে এদিন শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে বৃক্ষ রোপনের পাশাপাশি বিশেষ ট্যাবলোর উদ্বোধন করা সহ বিভিন্ন স্কুল পড়ুয়াদের নিয়ে একাধিক কর্মসূচি হয়েছে।
এদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর জানান, সাফারি পার্কের নিরাপত্তা আরো জোরদার করা হচ্ছে। চলতি সপ্তাহেই একজন অফিসার, দুজন এএসআই ও পাঁচজন কনস্টেবল নিয়ে বেঙ্গল সাফারিতে বসানো হবে পুলিশ ফাঁড়ি। পার্কের অভ্যন্তরে চালু থাকবে পুলিশের বাইক পেট্রোলিং। বিশেষ বিশেষ দিনগুলোতে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা চালু করতেই এই উদ্যোগ গ্রহণ করা হবে।
Siliguri Bengal Safari Park
শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে জন্ম নিল সিংহ শাবক

×
Comments :0