বকখালিতে বন্ধুদের সাথে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হয়েছে ইমতাজুল আরসিন(২৪) নামে এক যুবকের। তাঁর বাড়ি বারুইপুরের মল্লিকপুর এলাকায়। সোমবার পাতিবুনিয়ায় ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্ত করতে কাকদ্বীপ মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশের এক আধিকারিক জানিয়েছে, শনিবার একটি ছোট গাড়িতে বন্ধুদের সাথে বকখালি বেড়াতে এসেছিল ইমতাজুল আরসিন নামে ওই যুবক। ওই গাড়ির চালক ছিলেন তিনি। রবিবার বিকালে বন্ধুদের সঙ্গে সমুদ্রে স্নান করতে নামলে প্রবল স্রোতে তলিয়ে যায় সে। বন্ধুরা তাঁকে দেখতে না পাওয়ায় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় জানায়। তাঁর খোঁজে দীর্ঘ সময় ধরে সমুদ্রে স্পীডবোটে তল্লাশি চালানো হয়। সোমবারসকাল থেকে নিখোঁজ ওই যুবকের খোঁজে ফের তল্লাশি চালানো হয়। এদিন দুপুরে পাতিবুনিয়ায় ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ কাকদ্বীপ মহকুমা হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করতে পাঠানো হয়েছে।
Bakkhali
বকখালি সমুদ্রে তলিয়ে যুবকের মৃত্যু

×
Comments :0