JALPAIGURI CAMPAIGN

দিনভর প্রচারে জলপাইগুড়ির সিপিআই(এম) প্রার্থী

জেলা

রবিবার প্রচারে জলপাইগুড়ি কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী দেবরাজ বর্মন। ছবি: প্রবীর দাশগুপ্ত

দীপশুভ্র সান্যাল, জলপাইগুড়ি

 

রবিবারের সকালে গড়ালবাড়িতে সদ্য ঘর পুড়ে যাওয়া তিনটি পরিবারের সঙ্গে দেখা করলেন দেবরাজ বর্মন, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী। সঙ্গে পার্টি নেতৃবৃন্দ। বিপন্ন পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দিয়ে সদর ব্লকের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ক্যাম্পের হাটে প্রচারের মধ্য দিয়ে শুরু হলো প্রচার। এরপর জলপাইগুড়ি দিনবাজারে যান জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী দেবরাজ বর্মন। 

জলপাইগুড়ি জেলা ১২ই জুলাই কমিটির আহ্বানে কর্মচারী ভবনে একটি কনভেনশন অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা ছিলেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায় চৌধুরী। তিনি বলেছেন, নির্বাচনী বন্ডের মতো কেলেঙ্কারিতে ডুবে থাকা বিজেপি সরকার আবার সিএএ চালু করেছে। একদসিকে কর্পোরেটের সঙ্গে আঁতাতে লুট, আরেকদিকে হিন্দুত্বের এজেন্ডায় বিভাজন। তিনি বলেন, জাতপাতের ভিত্তিতে লড়াই করা যাবে না। তাহলে ওদের কাটা খালেই আমরা পড়ে যাব। রুটিরুজির আন্দোলনকে জোরদার করেই লড়াই সংগ্রমকে এগিয়ে নিয়ে যেতে হবে। 

রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুর এলাকার ঝাঞ্জুপাড়ায় রাজগঞ্জ ব্লকের কৃষক নেতা কর্মীদের নির্বাচনী সভায় বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভার জেলা নেতৃবৃন্দ এবং সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক অমল হালদার। হালদার বলেন, কৃষকরা গত প্রায় তিন বছর ধরে কৃষকদের আন্দোলন ভারতবর্ষের মানুষকে পথ দেখাচ্ছে। আমরা কৃষকের কথা সংসদের বুকে তুলে ধরতে চাই। ফসলের ন্যায্য দাম, সারের ভর্তুকি, সেচের ব্যবস্থা সুনির্দিষ্ট করা সহ বিভিন্ন দাবি তুলতে চাই। বিভাজনের রাজনীতিকে রুখতে হারাতেই হবে বিজেপি ও তৃণমূলকে। 

দেবরাজ বর্মন কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান।

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার তিনটি এরিয়া কমিটির সিপিআই(এম) কর্মীদের নিয়ে সভায় বক্তব্য রাখেন প্রার্থী সহ পার্টি নেতৃবৃন্দ। সভায় বক্তব্য রাখেন দার্জিলিং জেলা পার্টির সম্পাদক সমন পাঠক দার্জিলিং জেলা পার্টির সম্পাদক মন্ডলী সদস্য দিলীপ সিং জলপাইগুড়ি জেলা পার্টির সম্পাদক তথা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের আহ্বায়ক সলিল আচার্য , সভায় সভাপতিত্ব করেন পার্টির প্রবীণ নেতৃত্ব গণেশ ঘোষ। 

সমন পাঠক বলেন, কেন্দ্রের সরকার যেভাবে চা বাগানসহ সমগ্র শ্রমিক শ্রেণির মানুষের উপর অন্যায় অবিচার জারি রেখে মিথ্যা প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছে। রাজ্য সরকারও খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষের প্রতি চরম আক্রমণ নামিয়ে এনেছে। নির্বাচনে বামপন্থীদের শক্তি বৃদ্ধি করতে হবে। 

Comments :0

Login to leave a comment