Kolkata Jet Smoke

কলকাতা বিমানবন্দরে জেট থেকে ধোঁয়া

কলকাতা

ইঞ্জিন থেকে ধোঁয়া বেরতে দেখা গেল কলকাতা বিমানবন্দরে একটি ব্যক্তিগত জেট  বিমানে। বিমানটিতে ৬ যাত্রী ছিলেন।
সোমবার টেক-অফের ঠিক আগে বিমানের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। পাইলট দ্রুত জানান এয়ার ট্রাফিক কন্ট্রোলে। রানওয়ে থেকে ট্যাক্সি বে-তে ফিরিয়ে আনেন বিমানটিকে। 
কলকাতায় নেতাজী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়ে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছে। বিমানবন্দরের ডিরেক্টর সি পট্টোভি বলেছেন, বিমানটিকে পরে খতিয়ে দেখা হয়েছে। সবরকমের কারিগরি পরীক্ষা হয়েছে। কোনও ত্রুটি পাওয়া যায়নি। বেলা এগারোটায় বিমানটিকে ওড়ার অনুমতি দেওয়া হয়েছে। 
রবিবার রাতে স্পাইসজেটের মুম্বাই-কলকাতা উড়ানকে জরুরি অবতরণের অনুমতি দিতে হয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষকে। বিমানটিতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছিলেন পাইলট।

Comments :0

Login to leave a comment