মার্কিন যুক্তরাষ্টের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের এক ভারতীয় পড়ুয়ার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় গত ৭ নভেম্বর। ২৩ বছর বয়সী ওই পড়ুয়ার নাম রাজ্যলক্ষ্মী ইয়ারলাগাড্ডা। ওই পড়ুয়া টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতকোত্তর পাস করেছেন চলতি বছরে। তবে ওই পড়ুয়ার মৃত্যু ঠিক কি কারণে ঘটেছে তা এখনো জানা যায়নি। ইতিমধ্যে পুলিশ এই মামলার তদন্ত শুরু করেছে।
ওই পড়ুয়া ভারতের অন্ধ্রপ্রদেশের ব্যাপাতলা জেলার কারানছেদু’র বাসিন্দা। মৃতার বাবা পেশায় কৃষক। মধ্যবিত্ত পরিবারের মেধাবী কন্যা রাজ্যলক্ষ্মী বিজয়বাড়ার একটি বেসরকারি কলেজ থেকে স্নাতকস্তরের পড়াশোনা শেষ করেন। তারপর স্নাতকোত্তর করতে বিদেশে পাড়ি দেয়। সূত্রে জানা গেছে , ওই পড়ুয়া পড়াশনা শেষ করার পর কিছু দিন যাবৎ চাকরির সন্ধান করছিলেন। জানা গেছে , গত ৭ নভেম্বর সকালে তাঁকে মৃত অবস্থায় খুঁজে পায় তাঁর রুমমেট। পরিবার সূত্রে দাবি, পড়ুয়ার মৃত্যুর আগে দু-তিন ধরে সর্দি-কাশি ও বুকের ব্যাথায় ভুগছিলেন। তবে তাঁর মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।
পরিসংখ্যায় দেখা গেছে, গত বছর থেকে প্রায় ১১ জন ভারতীয় অথবা ভারতীয় বংশোভূত ব্যাক্তির মৃত্যু ঘটেছে যুক্তরাষ্টে। ওই পড়ুয়া পড়াশোনার খরচ বাবদ যে ঋণ নেওয়া হয়েছিল সেই বকেয়া টাকা শোধ করার জন্য তাঁর পরিবার আর্থিক সাহায্যে দরকার বলে জানাচ্ছেন। এছাড়াও ওই পড়ুয়ার দেহ দেশে নিয়ে আসার জন্য তাদের অর্থ সাহায্য দরকার বলে তাঁরা জানাচ্ছেন। ছাত্রীর পরিবার এই অস্বাভাবিক ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছে।
Andhra Student Found Dead In US
বিদেশের মাটিতে ভারতীয় পড়ুয়ার মৃত্যু
×
Comments :0