অনিন্দিতা দত্ত : শিলিগুড়ি
বিধান সভা নির্বাচনের প্রাক্কালে শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে প্রথম বাঙালি বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষের নামে শিলিগুড়িতে ক্রিকেট স্টেডিয়াম গড়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার শিলিগুড়ির উত্তরকন্যার প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর এমন ঘোষণাকে কেন্দ্র করে ইতোমধ্যেই শহর জুড়ে বিতর্কের ঝড় উঠেছে। শিলিগুড়ির চাঁদমনিতে ২৭একর জমিতে এই স্টেডিয়াম হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অথচ শিলিগুড়ি শহরের একেবারে মাঝখানে বর্ধমান রোডের ওপর ফ্লাইওভার নির্মানের কাজ এখনও অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। এমতাবস্থায় রিচার নামে স্টেডিয়াম তৈরির ঘোষণা শুধুমাত্র ভোটের রাজনীতির চমক বলেই মনে করছেন শহরবাসিদের একাংশ। শুধু তাই নয়, শিলিগুড়িতে কার্শিয়াঙের পশুপতির মহাকাল মন্দিরের ন্যায় মন্দির গড়ার প্রতিশ্রুতিও দেন। জানান, ১৭.৪একর জমি চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যেই মন্দির গড়ার জন্য একটি ট্রাস্ট তৈরি করা হয়েছে।
রিচা ঘোষের নামে শিলিগুড়িতে ক্রিকেট স্টেডিয়াম গড়ার মুখ্যমন্ত্রীর ঘোষণা প্রসঙ্গে অশোক ভট্টাচার্য বলেন, ‘‘চাঁদমনির জায়গা তুলনামূলক ছোট জায়গা। আমরা কাওয়াখালির জমিতে ক্রিকেট স্টেডিয়াম গড়ার উদ্যোগ নিয়েছিলাম। কাওয়াখালিতে এখনও প্রচুর জায়গা ফাকা রয়েছে। সেখানে হলে ভালো হতো। এসজেডিএ’র হাতেই জমি ছিলো। নির্বাচনের মুখে ইনটেনশনালি এটা ঘোষণা করেছে। কতটা বাস্তবে হবে সেটাই দেখার বিষয়। চাঁদমনির জায়গা প্রাইভেট কমপ্লেক্স। প্রাইভেট কমপ্লেক্সের মধ্যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের স্টেডিয়াম গড়াটা কতোটা সঠিক সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।’’
সম্প্রতি উত্তরবঙ্গ সহ পাহাড়ের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা ও বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে শিলিগুড়ি উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে দফায় দফায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলেছেন। বলেছেন, দার্জিলিঙের বিপর্যয়ে এক পয়সাও দেয়নি কেন্দ্র। উত্তরবঙ্গের বিপর্যয়ের পরে এক পয়সাও কেউ দিয়েছে? কেউ এসেছে? বাংলা থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে। দেবার বেলায় নেই। ২০০৯সালে যখন রেলমন্ত্রী ছিলাম তখন থেকেই বলেছি উত্তরবঙ্গের বন্যা ‘ম্যান মেড’। কেন ডিভিসি ড্রেজিং হবে না। আমাদের যখন জলের প্রয়োজন হয় তখন জল দেওয়া হয়না। মাইথন, পাঞ্চেত ড্রেজিং হয়না। তিস্তাকে বাঁচাতেও কোন উদ্যোগ নেয়নি কেন্দ্র। উল্টে তিস্তাকে আটকে দিয়েছে এটা কি সামাজিক অপরাধ নয়? চারিদিক থেকে জল বাংলায় চলে আসছে। সিকিম থেকে জল বাংলায় ঢুকে পড়ছে। উত্তরবঙ্গে রায়ডাক, তিস্তা, তোর্সা ক্ষতিগ্রস্ত হয়। কেন্দ্রের সরকার উদাসীন। আমরা ইন্দো ভূটান রিভার কমিশনের পক্ষে। দক্ষিণবঙ্গে ডিভিসি, পাঞ্চেত, মাইথনের ছাড়া জলে প্লাবিত হয়। পূজোর আগে মাত্র ছয় ঘন্টায় কলকাতার জল নামিয়ে দিয়েছি। ওটাও ‘ম্যান মেড ফ্লাড’ বলে এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রের সরকার ও নির্বাচন কমিশনকে এসআইআর স্থগিত করার দাবি জানিয়ে তিনি বলেন, গায়ের জোরে বিজেপি’র কথা মতো এসআইআর’র কাজ হচ্ছে। কমিশনের উচিৎ এসআইআর বন্ধ করা। কোটি কোটি মানুষ এখনও ফরম পায়নি। বিজেপি’র পার্টি অফিসে ফরম সব আটকে রাখা হয়েছে। এতো কম সময়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ফরম বিলি ও ফিলআপ করা অসম্ভব। কারণ ফেব্রুয়ারি মাসেই রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষন ঘোষণার কথা রয়েছে। এই তিন মাস যাতে রাজ্য কোনও কাজ করতে না পারে, তাই সুপার এমারজেন্সির মতো পরিস্থিতি তৈরী করে অফিসারদের আটকে রাখছে। শিক্ষকদের স্কুলের পড়াশুনা সামনে বিএলও’র কাজ করতে হচ্ছে। দুই ঘন্টায় কত বাড়ি ঘুরতে পারবে? ভোটে জিততে না পেরে গায়ের জোরে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, নোট বন্দীর মতো এসআইআর বন্দী করতে চাইছে। রাজ্যের কোন বৈধ ভোটারের নাম বাদ গেলে ছেড়ে কথা বলব না। দুই বছর সময় ধরে করা হোক। মানুষের বিচার পাবার অধিকার আছে।
অনুপ্রবেশ প্রসঙ্গে এদিন মমতা ব্যানার্জি বলেছেন, সীমান্ত রক্ষার দায়িত্ব কেন্দ্রের বিএসএফের হাতে। তাই অনুপ্রবেশের দায় কেন্দ্রকেই নিতে হবে। জিএসটির সিদ্ধান্তকে সমর্থন করে ভুল করেছি স্বীকার করে নিলেন তিনি। তাঁর বক্তব্য, সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় ‘ইতিবাচক’ মনোভাব নিয়েই রাজ্য সরকার জিএসটি-কে মেনে নিয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি মনে করছেন, ওই মেনে নেওয়াটাই ভুল হয়েছে। তিনি জিএসটি তুলে দেওয়া উচিৎ বলে এদিন দাবি করেন। তারঁ কথায় রাজ্যের জিএসটি লুট করে ঝুট বলছে কেন্দ্র সরকার। স্বাস্থ্য বীমার জিএসটি মুকুব সব রাজ্যের থেকে টাকা নিয়ে করেছে। এখন বলছে ওরা করেছে। আমাদের রাজ্যের জিএসটি ফান্ড থেকে ২০হাজার কোটি টাকা গেছে। আগে আমাদের পাওনা ফিরিয়ে দিন। জিএসটি’র নামে যা খুশি তা করছে। এরজন্য কোন ক্রেডিট নেই গদ্দার, মীরজাফরদের। টাকা আছে বলে কোটি কোটি টাকা খরচ করে একতরফাভাবে প্রচার চালাচ্ছে।
Mamata Banerjee
কার্শিয়াঙে মন্দির, শিলিগুড়িতে রিচার নামে স্টেডিয়াম গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর
×
Comments :0