সোমবার দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে এক বিস্ফোরণে রাজধানী জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লালকেল্লা এবং চাঁদনী চকের মতো জনবহুল এলাকায় ঘটে যাওয়া বিস্ফোরণে পুরো শহর কেঁপে ওঠে। বিস্ফোরণে আশেপাশের দোকানগুলির দরজা এবং জানালা ভেঙে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে পার্কিং লটে পার্ক করা একটি গাড়িতে এই বিস্ফোরণ ঘটে। তারপর একের পর এক গাড়ি ধাক্কা খায়। মঙ্গলবার দুপুরে সরকারি ভাবে বিস্ফোরণের ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়। ঘটনার পর থেকে দেশের বিভিন্ন স্থানের নজরদারি বাড়িয়ে দেওয়া হয়। জারি করা হয় হাই অ্যালার্ট। কলকাতায়ও জারি করা হয় হাই এলার্ট। শহরজুড়ে নাকা চেকিং চলছে এবং পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। রাত থেকেই কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় চালানো হয় নাকা চেকিং। হাওড়া, শিয়ালদহ, ব্যারাকপুর সহ কলকাতা বিমানবন্দরের নজরদারি বাড়িয়ে দেওয়া হয়। চলে নাকা চেকিং। নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কলকাতা বিমানবন্দর। সিআইএসএফ’র পাশাপাশি পুলিশের টহলদারি চলছে। এয়ারপোর্ট আসা গাড়ি দাঁড় করিয়ে চেকিং চালাচ্ছে পুলিশ। রাজ্য পুলিশের তরফে সমস্ত জেলা পুলিশকে সতর্ক থাকতে হয়েছে। সমস্ত জেলার পুলিশ সুপার, কমিশনারেটকে সতর্ক ও নিরাপত্তার ক্ষেত্রে সজাগ থাকতে বলা হয়েছে। রেল পুলিশের তরফেও সতর্কতা জারি করা হয়েছে। শিয়ালদহ, কলকাতা স্টেশন, হাওড়া, সাঁতরাগাছি, খড়গপুর, আসানসোল, বর্ধমান, মালদহ, এনজেপি ও আলিপুরদুয়ার স্টেশনে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। হাওড়া স্টেশনে নাকা চেকিং চলছে। একটি সূত্রে জানা গেছে দিল্লিতে বিস্ফোরণের পর লালবাজারের তরফে বলা হয়েছে, প্রত্যেকটি পুলিশস্টেশন কে স্বজাগ থাকার জন্য। পাশাপাশি, মেট্রো স্টেশনের কাছাকাছি থাকা থানাগুলিকে অতিরিক্ত সতর্ক থাকার জন্য বলা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানান, শহরের ঢোকা ও বেরোনোর জায়গা গুলিকে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। পাশাপাশি শহরের সব জায়গায় চালানো হচ্ছে নাকা চেকিং। বিধাননগর কমিশনারেটের তরফেও বিভিন্ন জায়গায় গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করতেও দেখা গেছে এদিন। পাশাপশি ভারত ও দক্ষিণ আর্ফিকার টেস্ট ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। তাই ওখানেও বিশেষ সতর্কতা বজায় রাখা হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।
Red Fort Car Blas
দিল্লি বিস্ফোরণের জেরে বাড়তি সতর্কতা রাজ্যে
ইডেন গার্ডেন্স এলাকায় নাকা চেকিং।
×
Comments :0