ভুটান থেকে ফিরে দিল্লি বিস্ফোরণে আহতদের দেখতে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল ভুটানে প্রধানমন্ত্রী বলেন, ‘লাল কেল্লার সামনে বিস্ফোরণে যারা যুক্ত তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। গোটা দেশ নিহত এবং আহতদের পরিবারের পাশে আছে।’ ভুটান সফরে গিয়ে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, গতকাল রাতে তিনি গোটা বিষয়ের ওপর নজর রেখে ছিলেন। বিভিন্ন তদন্তকারি সংস্থার সাথে তিনি বৈঠক করেছেন। প্রধানমন্ত্রীর কথায় ভারতীয় তদন্তকারি সংস্থা এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের যেমন খুঁজে বার করবে তার সাথে এই ঘটনার শিকড়ে গিয়ে তদন্ত করা হবে।
বুধবার বিকেলে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকালও অমিত শাহের নেতৃত্বে হয় উচ্চপর্যায়ের বৈঠক। মঙ্গলবার এক্সহ্যান্ডেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, ‘দিল্লির গাড়ি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে খুঁজে বের করার। দোষীদের কেউই ছাড়া হবে না। এজেন্সি গুলি কঠোর পদক্ষেপ নেবে।’
২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশে জাতীয়তাবাদী প্রচার চালায় বিজেপি। বালাকোট এয়ার স্ট্রাইক করে সরকারের পক্ষ থেকে দাবি করা হয় যে সন্ত্রাসবাদকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কোন সংগঠন সেই ঘটনার সাথে যুক্ত ছিল তার তদন্ত আজ পর্যন্ত হয়নি।
Modi
আহতদের দেখতে হাসপাতালে মোদী, বিকেলে উচ্চপর্যায়ের বৈঠক
×
Comments :0