Fear of SIR

ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ

জেলা

ভোটার তালিকায় নামের বানানে গরমিল আর সেই আতঙ্কেই মৃত্যু হয়েছে  কুমারগঞ্জের ওছমান মন্ডল ওরফে ওছমান মোল্লার। মঙ্গলবার এমন দাবিই করছেন মৃতের পরিবারের লোকজন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 
দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ডাঙ্গারহাট এলাকার আগাছা গ্রামের বাসিন্দা ছিলেন ওছমান  মন্ডল(৬৫)। পরিবার সুত্রে   জানা গেছে মৃত ওই  ব্যক্তির ভোটার লিষ্টে নাম আছে ওছমান  মোল্লা কিন্তু ভোটার কার্ডে নাম রয়েছে ওছমান মন্ডল। এছাড়াও বিভিন্ন  সরকারি নথিতে পদবী  সহ  ভিন্ন  নাম থাকায় তিনি আতঙ্কে ভুগছিলেন। তাঁর   নাম ভোটার লিস্ট থেকে কাটা পড়ে গেলে তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এই আতঙ্কেই কিছুদিন ধরে অস্থির ছিলন এমনটাই দাবি করেছেন পরিবার।  তাদের বক্তব্য বৃদ্ধার বিভিন্ন নথিতে কোথাও ওছমান  মন্ডল  কোথাও ওছমান মোল্লা রয়েছে।  ওই সমস্ত  নথি নিয়ে তিনি স্থানীয়  জনপ্রতিনিধি সহ  সরকারি অফিসে দৌড়াদৌড়ি শুরু  করছিলেন।  মৃতের ভাইপো গোলাপ মন্ডল জানিয়েছেন, কাকা এসআইআর নিয়ে ভিষন আতঙ্কে ছিলেন। খুব চিন্তা করতেন এবং তাঁর নাম কাটা পড়ে যাবে এই ভয়ে। সকলকে বিষয়টি বলতেন। সোমবার রাতে তিনি বাড়িতে নিজের ঘরেই  গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। মঙ্গলবার সকালে কুমারগঞ্জ থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট পুলিশ মর্গে পাঠিয়ে দেয়। তদন্ত চলছে। পরিবারের দাবি এসআইআর আতঙ্কেই মৃত্যু হয়েছে ওছমান মন্ডলের। 
মৃতের পরিবার ও শাসক দলের দাবি অনুযায়ী, ভোটার তালিকায় নাম না-থাকা ও নামের বানান ভুল থাকায় দক্ষিণ ২৪ পরগনার কুলপি, বীরভূমের সাঁইথিয়া, হুগলির শেওড়াফুলি, জলপাইগুড়ির ধূপগুড়ি সহ রাজ্যের বিভিন্ন জেলায় চলমান ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে আতঙ্কে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। যদিও  মৃতদের মধ্যে কারো কারো পরিবার জানিয়েছে এসআইআর কারণে এই মৃত্যু নয়। তবুও শাসকদল সেই মৃত্যুর জন্য এসআইআরকেই দায়ি করেছে।

Comments :0

Login to leave a comment