Venezuela Russia

আমেরিকা সেনা নামালে ভেনেজুয়েলার পাশে থাকবে রাশিয়া

আন্তর্জাতিক

‘‘যাদের নিজেদের দেশে আইনের শাসন নেই, তারাই নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করছে।’’
ভেনেজুয়েলার উপকূলের কাছে বিরাট মার্কিন নৌসেনা মোতায়েনের কড়া নিন্দা করে একথা বললেন রাশিয়ার বিদেশ মন্ত্রী সের্গেই লাভরভ। 
গত আগস্ট থেকে একাধিক যুদ্ধজাহাজ ভেনেজুয়েলার জলসীমা বরাবর ক্যারিবিয়ান সাগরে মোতায়েন করেছে আমেরিকা। আমেরিকার সেনার সাউদার্ন কমান্ড বা সাউথ কম পরিচালনা করছে যুদ্ধ প্রস্তুতি। ভেনেজুয়েলার নির্বাচিত বামপন্থী সরকারকে জোর করে উপড়ে ফেলার এমন প্রয়াসের কড়া নিন্দা করেছে দক্ষিণ আমেরিকার একগুচ্ছ দেশ। প্রতিবাদ জানিয়েছে চীন, রাশিয়ার মতো দেশও। 
বুধবারের খবর, ক্যারিবিবান সাগরে মোতায়েন যুদ্ধজাহাজ থেকে ভেনেজুয়েলার মাটিতে সেনা নামানোর মহড়া শুরু করেছে মার্কিন নৌসোনা। স্থলভাগে সেনা নিয়ে পৌঁছানোর বিভিন্ন জলযান নামানো হয়েছে। ছোট জলযানে মর্টার, মেশিনগান ভরে স্থলভাগে নামার প্রস্তুতি চলছে পুরোদমে।
ভেনেজুয়েলায় সেনা অভিযানের প্রস্তুতির কড়া নিন্দায় লাভরভ বলেছেন, ‘‘নতুন করে উত্তেজনা শুরু করা হচ্ছে লাতিন আমেরিকার ভূখণ্ডে। আমেরিকার এই প্রয়াস কোনোভাবেই সমর্থন করা যায় না।’’
এদিকে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো আমেরিকার আগ্রাসন রোধে পূর্ণ সামরিক প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। ভেনেজুয়েলার বহু সাধারণ মানুষ, বিশেষ করে যুব অংশ, যোগ দিয়েছে প্রতিরোধ অভিযানে। মাদুরো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা ভেনেজুয়েলাকে দুর্বল ভাবছে তারা ভুল করছে। 
লাভরভ বলেছেন, ‘‘ভেনেজুয়েলার সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি রয়েছে। সেই দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী ভেনেজুয়েলা আক্রান্ত হলে সামরিক সহায়তা দেওয়ার দায়বদ্ধতা রয়েছে রাশিয়ার। 
লাভরভ বলেছেন, ‘‘আসল উদ্দেশ্য আগ্রাসন। ঢাল হিসেবে ভেনেজুয়েলায় মাদক চক্র বিরোধী অভিযানের অজুহাত দিচ্ছে আমেরিকা। কোনও আন্তর্জাতিক আদালতে মামলা না করে, কোনও বিচারের জন্য অপেক্ষা না করে ভেনেজুয়েলার তটরেখার কাছে একের পর এক জলযানে বোমা ফেলছে আমেরিকার যুদ্ধজাহাজ। নিষিদ্ধ মাদক বিরোধী অভিযানের নামে একতরফা কার্যক্রম চালাচ্ছে আমেরিকা। 
ভেনেজুয়েলা এর মধ্যেই সংসদে অভ্যন্তরীণ জাতীয় প্রতিরক্ষা আইন পাশ করেছে। সাধারণ নাগরিকদের সেনায় যুক্ত করা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে আইনে।

Comments :0

Login to leave a comment