Calcutta Football League

শুক্রবার ফের কলকাতা লিগে নামছে লাল হলুদ

খেলা

ছবি সৌজন্য - ইস্টবেঙ্গল এফসি অফিসিয়াল ফেসবুক পেজ

শুক্রবার কলকাতা লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে ইস্টবেঙ্গল। নৈহাটির বঙ্কিমাঞ্জল স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ সুরুচি সংঘ। প্রথম ম্যাচে মেসার্স ক্লাবকে ৭ গোল দিয়ে নিজেদের যাত্রা শুরু করেছিল ইস্টবেঙ্গল। শুক্রবারও সেই দলই ধরে রাখতে চাইবেন কোচ অর্চিষ্মান। গোলরক্ষকের জায়গায় আদিত্য পাত্র। রক্ষণে মনোতোষ, চাকু মান্ডি ও জোসেফ। মিডফিল্ডে গুইতে, তন্ময়। উইংয়ে আমান, মনোতোষ মাঝি , সায়ন ব্যানার্জি। গত ম্যাচে বেশ অনেকদিন পর গোলে ফিরেছিলেন লাল হলুদ সমর্থকের প্রিয় সায়ন ব্যানার্জি। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে কালীঘাট মিলন সংঘকে ৪-০ গোলে পর্যদুস্ত করেছিল বাবলু ওরাও, জোসেফ হাওকিপদের সুরুচি সংঘ। ফলে এই ম্যাচটি মোটেই সহজ হবেনা ইস্টবেঙ্গলের জন্য।

Comments :0

Login to leave a comment