নির্মিয়মান পাকা বাড়ির ধারে খেলতে গিয়ে বাড়ির দেওয়াল চাপা পড়ে তিনবছরের এক শিশুর মৃত্যু হল। শনিবার এই ঘটনাটি ঘটেছে জয়পুর থানার রাউতখন্ড পঞ্চায়েতের গড় গ্রামে। মৃত শিশুর নাম রোহন লোহার। বাবার নাম ঝন্টু লোহার।
স্থানীয় সূত্রে জানা গেছে গড় গ্রামের এই লোহার পাড়ায় গত এক বছর ধরে একটি বাড়ি নির্মিয়মান অবস্থায় পড়ে আছে। এই বাড়ির মালিক পাশের পাড়ার জগন্নাথ কোটাল। এদিন রোহনের আত্মীয়া জানান, ওই বাড়ির দেওয়ালে কাঁথা মেলা ছিল। এদিন দুপুরে রোহন কাঁথা টেনে খেলতে গেলে বাড়ির দেওয়ালের একটি অংশ তার উপর এসে পড়ে। ঘটনাস্থলেই তার শিশুটির মৃত্যু হয়।
Bankura Child Dies
বাঁকুড়ায় দেওয়াল চাপা পড়ে শিশুর মৃত্যু
×
Comments :0