মঙ্গলবার দুমাস দশ দিন পূর্ণ হয়েছে এখনো মাথার উপর ছাদ হলনা বন্যা দুর্গতদের। সরকার যে কয়েকজনকে ঘরের টাকা দিয়েছে তাতেই পরিস্কার স্বজনপোষণ নীতি নিয়ে দেওয়া হয়েছে। আমরা যারা একেবারে সর্বশান্ত হলাম আমাদের বসত ভিটা পুকুরে পরিণত হল আমাদের নাম নাকি তালিকায় নেই। এদিন মহিলা নেতৃবৃন্দের কাছে এমনই অভিযোগের কথা শোনালেন বন্যা কবলিত এলাকার মহিলারা। কনকনে ঠান্ডা পরতে শুরু করেছে জলঢাকা নদীর ঠান্ডা হাওয়া রাতে আরও বেশি করে ঠান্ডা বয়ে নিয়ে আসছে। এই অবস্থায় সন্তানদের নিয়ে পলিথিনের তাঁবু বাস করছি। কেমন বিচার বুঝি না। এই আক্ষেপ ক্ষোভ প্রকাশ করলে গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বন্যা কবলিত এলাকার মহিলা শিলা নাগ, সম্পা সর্দার, অনীতা মন্ডল, দুলালি রায়, সম্পা নাগ সহ আরও জনা কুড়ি মহিলা।
এদিন দুপুরে গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী প্রাক্তন বিধায়ক মমতা রায়ের নেতৃত্ব জয়া চৌধুরী সাধনা মজুমদার পিঙ্কি দে সহ কয়েকজন মহিলা নেত্রী হোগলারটারি গ্রামের ত্রাণ শিবিরে পৌঁছান। গত ৩০ নভেম্বর বাংলা বাঁচাও যাত্রা ধূপগুড়িতে এলে বন্যাক্লিষ্ট মানুষ জন দল বেঁধে এসে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জির সঙ্গে দেখা করে তাদের সমস্যা অভিযোগ লিখিত আকারে দেন। সেদিনই গ্রামের মানুষ বিশেষ করে মহিলারা মমতা রায়কে বলেন আপনারা আমাদের ত্রাণ শিবিরে আবার আসুন। সেকারণেই এদিন মহিলা নেত্রীরা হোগলাটারি গ্রামে গিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন ছাউনিতে বসবাসকারী মহিলা এবং পুরুষদের সঙ্গে কথা বলেন।
মহিলা নেতৃত্বের কাছে এদিন বন্যায় ক্ষতিগ্রস্তরা অভিযোগ করে বলেন, ‘‘বন্যায় যাদের অল্প ক্ষতি হয়েছে বা একেবারেই কিছু হয়নি তাদের নাম রয়েছে তারাই টাকা পেতে শুরু করেছে। পঞ্চায়েত প্রধান বিডিও কেউ এখন এদিকে পা রাখছেন না। কাদের দিয়ে কি পদ্ধতিতে সার্ভে করা তালিকা করা হয়েছে বুঝতে পারছিনা। আমাদের জাতি শংসাপত্র স্কুল কলেজের এডমিট আধার প্যান ব্যাঙ্ক বই সব ভেসে গেছে বন্যায়। সে সব কিভাবে ফিরে পাব জানিনা। সরকার উদাসীন ভাব নিয়ে চলছে।’’
মমতা রায় বলেন, ত্রাণ শিবিরে মানুষ অনিশ্চিত জীবন যাপন করছেন বন্যায় দুর্গতরা। এলাকার মানুষের দাবি নিয়ে ইতিপূর্বেই আমরা ব্লক মহুকুমা প্রশাসনের কাছে অনেক বার দাবি জানিয়ে ডেপুটেশন দিয়েছি। ফের মানুষকে সঙ্গে নিয়ে বড় আন্দোলনে যেতে বাধ্য হব। তিনি বলেন, ত্রাণের নামে শাসক দল লুট চালিয়ে যাচ্ছে। সরকারি রান্না ঘর বন্ধ। রান্নার নামেও সরকারি টাকা লুট হয়েছে। ঘর বিলির নামেও স্বজনপোষণ দলীয় আনুগত্যদের সুবিধা দেওয়া চলছে। প্রকৃত ক্ষতিগ্রস্তরা বঞ্চিত।
North Bengal Floods
বন্যা কবলিত এলাকায় মহিলা নেতৃত্ব
×
Comments :0