Dinajpur District Court

নাবালিকাকে ধর্ষণ করে পুড়িয়ে হত্যা, ৩ জনকে যাবজ্জীবন

জেলা

নাবালিকাকে ধর্ষণ করে ও আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগে তিন অভিযুক্তকে যাবজ্জীবন সাজা দিলো দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের অতিরিক্ত দায়রা জজ। শনিবার সন্ধায় জেলার অতিরিক্ত দায়রা জজ সন্তোষ পাঠক অভিযুক্তদের এই সাজার নির্দেশ দেন। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানার  নির্দেশ দেন তিনি। অনাদায়ে আরও তিন বছরের জেল। শুক্রবার   দোষি সবাস্ত করা হয়। 
আদালত সুত্রে জানা যায়,  ২০২০ সালের ৬ জানুয়ারি বিকেলে কুমারগঞ্জের বাড়ি থেকে বাজারে শাল কিনতে বেরিয়ে আর  বাড়ি ফিরে আসেনি ওই নাবালিকা। পরের দিন সাফানগর বেলখোর এলাকার এক কার্লভার্টের তলায়  ওই নাবালিকার অর্দ্ধদগ্ধ দেহ স্থানিয়ওরা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। কুমারগঞ্জ থানার পুলিশ  ক্ষত বিক্ষত ও আশিংক পোড়া  দেহ উদ্ধার করে। পুলিশ তদন্তে নেমে  একটি দোকানের চাদর বিক্রির রসিদ পায়। সেই রসিদের সুত্র ধরেই পুলিশ একদিনের মধ্যেই এই ঘটনার সঙ্গে  জড়িত তিন অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তিন অভিযুক্তের মধ্যে দুইজনের বাড়ি গংঙ্গারামপুরে ও একজনের বাড়ি তপনে। তিন সাজা প্রাপ্ত দোষীর নাম মহবুব মিয়া,  পনকজ বর্মন ও গৌতম বর্মন।

Comments :0

Login to leave a comment