সোমবার রাতে ক্লাব বিশ্বকাপের ম্যাচে বড় জয় পেল ম্যানচেস্টার সিটি। গ্ৰুপ ' জি ' -র ম্যাচে পেপ গুয়ার্দিওলার দল হারাল সংযুক্ত আরব আমিরশাহী দল আল ইনকে। ৬-০ গোলে জয়ের ম্যাচে জোড়া গোল করেন গুন্ডোগান , হাল্যান্ড , অস্কার বব , রায়ান চেরকি। অন্য ম্যাচে গ্ৰুপ ' এইচ ' এ নিজেদের প্রথম জয় পেল রিয়াল মাদ্রিদ। জাবি আলোন্সোর দল ৩-১ গোলে হারাল মেক্সিকোর ক্লাব পাচুয়া এফসিকে। গোল পেলেন বেলিংহ্যাম , ভালভার্দে ও আর্দা গুলার। এই ম্যাচে দারুন পারফরম্যান্সে নজর কাড়লেন নতুন সই করা ডিফেন্ডার ডিন হিউসেন। ঠান্ডা মাথায় বল রক্ষণভাগ সামলানো থেকে শুরু করে ডিফেন্সচেরা পাস। সবকিছুই করলেন ২০বছরের এই ডিফেন্ডার। সোমবার রাত ১২:৩০টায় ( মঙ্গলবার ) পিএসজি খেলবে সিয়াটেল সাউন্ডারসের বিরুদ্ধে এবং আটলেটিকো মাদ্রিদ খেলবে বোটাফোগোর বিরুদ্ধে।
FIFA CLUB WORLD CUP
ক্লাব বিশ্বকাপে জয় ম্যান সিটি ও রিয়ালের , মঙ্গলবার নামছে পিএসজি ও আটলেটিকো
 ছবি সৌজন্য - রিয়াল মাদ্রিদ অফিসিয়াল ফেসবুক পেজ
                                    ছবি সৌজন্য - রিয়াল মাদ্রিদ অফিসিয়াল ফেসবুক পেজ
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0