Thakurnagar CAA Camp

সিএএ কার্ড দেওয়ার নাম করে জালিয়াতি চলছে ঠাকুরনগরে

জেলা রাজ্য বাংলা বাঁচাও যাত্রা

ভোটার তালিকায় নাম নেই চাঁদপাড়ার অঞ্জনা বালার। ঠাকুরনগরের মতুয়া মহাসংঘের শান্তনু ঠাকুর যেই সিএএ ক্যাম্প করেছে সেই ক্যাম্পে তিনি এসেছিলেন মতুয়া সার্টিফিকেট এবং সিএএ সার্টিফিকেট নিতে। কিন্তু তা পাওয়ার জন্য তার কাছ থেকে যে টাকা চাওয়া হচ্ছে সেই টাকা তার কাছে নেই। 
ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করে গিয়েছে। ছেলে এবং স্বামীর নামে এসআইআর ফর্ম এসেছে। তিনি কোনদিন ভোট দেননি বিয়ের পর থেকে। ভোটার তালিকায় তার নাম নেই। বাবা-মায়ের নাম নেই। বাপের বাড়ি বাংলাদেশে। বিয়ের পর এই রাজ্যে এসেছেন। তিনি বলেন, 'আমার পদবী বালা। ওরা বলছে বালা কে বিশ্বাস করে দেবে তার জন্য হাজার টাকা দিতে হবে। এরপর ওই মতুয়া সার্টিফিকেটের জন্য দিতে হবে আরো ১৮০০ টাকা। প্রায় তিন হাজার টাকা ওরা চাইছে। এই টাকা দেওয়ার মতন সামর্থ্য এখন আমার নেই।'
যখন ঠাকুরবাড়িতে মতুয়া কার্ড দেওয়ার নাম করে এই জালিয়াতি চলছে তখন ঠাকুরবাড়িতে প্রবেশ করেছে বাংলা বাঁচাও যাত্রা। গাইঘাটা মতুয়া সমাবেশের পর ঠাকুরবাড়িতে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে গিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানান সুজন চক্রবর্তী, মীনাক্ষী মুখার্জী, পলাশ দাসরা। ঠাকুর বাড়িতে যখন এই যাত্রা প্রবেশ করেছে তখন সেখানে বিভিন্ন ভক্তরা এগিয়ে এসে তাকে স্বাগত জানিয়েছেন। অনেকেই আশঙ্কা প্রকাশ করেছে তাদের অন্য দেশে অর্থাৎ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে না তো? নাট মন্দিরে দাঁড়িয়ে সিপিআই(এম) নেতৃত্ব স্পষ্ট ভাবে জানিয়েছেন একজনকেও বাংলাদেশে পাঠানো হবে না। একজনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। সুজন চক্রবর্তী বলেন, যারা ২০২১ এ যারা ২০২৪ এ ভোট দিয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় রাখতে হবে। 
মীনাক্ষী মুখার্জী বলেন, মতুয়ারা রাজনীতির শিকার তারা উদ্বাস্তু ছিন্নমূল মানুষ তাদের সাথে যেই জিনিস হচ্ছে তা অন্যায়। তৃণমূল এবং বিজেপি নিজেদের স্বার্থে মতয়াদের ব্যবহার করছে।

Comments :0

Login to leave a comment