আইসিডিএস এর চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলেন কোচবিহারের ওয়াহিদা খাতুন। কিন্তু পরীক্ষায় পাশ করলেও তাঁর চাকরি হয়নি। তাঁর রোল নম্বরে চাকরি পেয়েছেন অন্য একজন। মঙ্গলবার কোচবিহারে মুখ্যমন্ত্রীর সভায় এই অভিযোগ জানিয়ে প্রতিবাদ করেন তিনি।
ওয়াহিদা বলেন, আইসিডিএসের জন্য পরীক্ষা দিয়েছিলাম। পাশ করেছিলাম কিন্তু দেখা গেলো আমার রোল নম্বরে অন্য একজন চাকরি পেয়ে গিয়েছে।
কোথাও অভিযোগ করেছেন?
দিদি কে বলো তে জানিয়েছিলাম কিন্তু কিছু কাজ হয়নি।
এর আগে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দেখা গিয়েছে দুর্নীতি করে র্যাংক জাম্প করে চাকরি পেয়েছিলেন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে। তিনিও এই জেলার। এবার ওই একই জেলায় দেখা গেলো আইসিডিএস নিয়োগে দুর্নীতি। প্রশ্ন থাকছে কি ভাবে দুজনের একই রোল নম্বর থাকতে পারে।
ICDS Protest Mamata
পাশ করেও কাজ মেলেনি, মুখ্যমন্ত্রীর সভায় বিক্ষোভ আইসিডিএস কর্মপ্রার্থীর
কোচবিহারে মুখ্যমন্ত্রীর সভায় প্রতিবাদী ওয়াহিদা খাতুন।
×
Comments :0