India vs England Test Series

দ্বিশতরানের রেকর্ড শুভমন গিলের

খেলা

ছবি সৌজন্য - ইন্ডিয়ান ক্রিকেট টিম অফিসিয়াল ফেসবুক পেজ

গত বুধবার এজবাস্টনে ভারত ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের ম্যাচের পর অধিনায়ক গিল বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও দক্ষতার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন ভারতের ইনিংস। টেস্টে নিজের সপ্তম শতরান করার পর বৃহস্পতিবার আরো এক শতরান করে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে টেস্টে দ্বিশতরান গড়ার নতুন রেকর্ড গড়লেন শুভমন গিল।  দ্বিতীয় ভারতীয় হিসেবে পর পর দুটি টেস্টে শতরান করে স্যার ডন ব্যাডম্যান , গ্রেম স্মিথ ও গ্যারি সোবার্সের মতো কিংবদন্তিদের সঙ্গে একাসনে বসলেন গিল। এছাড়াও গিলকে নিয়ে মোট চারজন অধিনায়ক ইংল্যান্ডের মাটিতে পর পর দুটি টেস্টে শতরান করার রেকর্ড গড়েছেন। এই তালিকায় রয়েছেন স্যার ডন ব্র্যাডম্যান। যিনি ১৯৩৮সালে পর পর দুটি টেস্টে শতরান করেছিলেন। ১৯৯৬ তে স্যার গারফিল্ড সোবার্স এবং ১৯৯০ তে মহম্মদ আজহারউদ্দিনের পর ২০২৫এ শুভমন গিলও এই রেকর্ডের অংশীদার। এছাড়াও বিরাট কোহলি , বিজয় হাজারে এবং সুনীল গাভাস্কারের পর শুভমন গিল চতুর্থ ভারতীয় অধিনায়ক হিসেবেও ইংল্যান্ডের মাটিতে পর পর দুটি টেস্টে শতরান করলেন। ১৯৫১-৫২ তে বিজয় হাজারে এবগ ১৯৯০ তে আজহারউদ্দিন ইংল্যান্ডের বিরুদ্ধে ধারাবাহিকভাবে শতরান করে গেছিলেন এবং টেস্টে অধিনায়ক হিসেবে নিজেদের অভিষেকে লগ্নেই ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন। এইবার এই বিশেষ তালিকায় অন্তর্ভুক্ত হল গিলের নামও। এছাড়াও মহম্মদ আজহারউদ্দিনের ইংল্যান্ডের মাটিতে টেস্টে ১৭৯ রানের রেকর্ডকেও ছাপিয়ে গেলেন গিল। শেষ ২৩ বছরের মধ্যে গিলই একমাত্র ভারতীয় ব্যাটার যিনি ইংল্যান্ডের মাটিতে টেস্টে ১৫০ - র অধিক রান করলেন । তার দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যেই ভারত পার করেছে ৫০০ রানের গণ্ডি। ৬ উইকেট হারিয়ে বর্তমানে ৫০৩ রান ভারতের।

Comments :0

Login to leave a comment