Kishor Vahini Maldah

মালদহে কিশোর বাহিনীর জেলা শিবির

জেলা

মালদহে কিশোর বাহিনীর জেলা শিবির।

মালদহে কিশোর বাহিনীর জেলা শিবিরে মোট ১২০ জন সংগঠক অংশ নিলেন। কালাচাঁদ হাই স্কুলে আয়োজিত এই শিবিরে জেলার বিভিন্ন প্রান্ত এসেছেন সংগঠকরা। 
দু’দিনের শিবিরে প্রশিক্ষক হিসেবে রাজ্য কার্যকরী পরিষদ থেকে থেকে ছয় জন প্রশিক্ষক শিবির সাথীদের গান, নাচ ড্রিল পিটি এবং বিভিন্ন ছড়ার গানের প্রশিক্ষণ দিয়েছেন। প্রশিক্ষণ দেওয়া হয় তাইকোন্ডোর। 
এই শিবির থেকে মুখ্য সংগঠক হিসেবে নির্বাচিত হন ফরিদা ইয়াসমিন ও প্রধান পরিচালক হিসেবে নির্বাচিত হন অধ্যাপক মানব মন্ডল।

Comments :0

Login to leave a comment