শুরু হয়ে গেছে দলবদলের মরশুম। দল গোছাতে শুরু করে দিয়েছে ভারতের সমস্ত ক্লাবগুলি। মেহেতাব সিং ভারতীয় ফুটবল সার্কিটে বেশ বড় একটি নাম। মুম্বই সিটির হয়ে দাপটের সঙ্গেই খেলে এসেছেন গত মরশুমগুলি। ২০১৮-১৯ মরশুমে ইস্টবেঙ্গলে খেলতেন এই ডিফেন্ডার। তাই রক্ষণ মজবুত করতেই তাকে ফেরাতে চেয়েছিল ইস্টবেঙ্গল। তবে পরিস্থিতি যা তাতে হয়ত ফের একবার ইস্টবেঙ্গলের মুখের গ্রাস ছিনিয়ে নিতে চলেছে সবুজ মেরুন। গতবারের আপুইয়ার অ্যাকশন রিপ্লে যেন। আপুইয়াকে নিয়ে কথা বেশ খানিকটা এগিয়ে গেলেও শেষ মুহূর্তে তাকে নিজেদের জালে তুলে নিয়েছিল মোহনবাগান। এবারেও মেহেতাবকে দলে নেওয়ায় ক্ষেত্রে বেশ খানিকটাই এগিয়ে গিয়েছে মোলিনার দল। রক্ষণে দুই বিদেশী আলবার্তো , টম রয়েছেন। তবে মোলিনা এমন একজন ডিফেন্ডার চাইছেন যিনি রাইট ব্যাক ও সেন্টার ব্যাক দুই পজিশনেই খেলতে সমান দক্ষ। ফলে আক্রমণভাগে আরো বেশ কয়েকজন বিদেশীকে খেলাতে পারবেন তিনি। তাই মেহেতাব সিংকে দলে নিতে চলেছে মোহনবাগান। আগামী বছর ২০২৬ অব্দি তার সঙ্গে মুম্বইয়ের চুক্তি থাকলেও তাকে ট্রান্সফার ফি দিয়েই ফিরিয়ে আনতে চেয়েছিল ইস্টবেঙ্গল। তবে এই ট্রান্সফার লড়াইয়ে ঢুকে পড়েছে মোহনবাগান । মোহনবাগানে মেহেতাব সই করলে আরো শক্তিশালী হবে মোহন রক্ষণভাগ। পাশাপাশি সেট পিস থেকে হেডে গোল করতেও সমান দক্ষ এই পাঞ্জাবী ফুটবলার। জ্যাসন কামিংসকে নিয়ে যে ট্রান্সফার ব্যান হয়েছিল মোহনবাগানের তা উঠে যাওয়ায় সম্ভবত বুধবার থেকেই শুরু হয়ে যেতে পারে সইপর্ব।
Mehtab Singh Is likely To Sign Mohunbagan
মোহনবাগানের পথেই মেহেতাব
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0