নতুনপাতা : কবিতা
ডাক দিয়েছে
জয়নাল আবেদিন
ডাক দিয়েছে গরম হাওয়া
বোটকা ঘামের গন্ধ
রোদের তাতে তাকানো দায়
চোখ করে দেয় অন্ধ।
ডাক দিয়েছে ভরাট নদী
স্রোতরা ফনা তুলছে
আউস ধানের লম্বা শিসে
এদিক ওদিক দুলছে।
ডাক দিয়েছে শীতের দুপুর
ব্যাটও বলের ছন্দ
হাড় কাঁপানো ভোরের হাওয়া
খেজুর রসের গন্ধ।
ডাক দিয়েছে চাঁদগলা রাত
পাতায় ঘেরা বনটি
দেখতে দেখতে এসব ছবি
হারিয়ে গেছে মনটি।
Comments :0