আজ ২৭ জুন। আজকের দিনেই নিজেদের প্রথম ট্রফি জিতেছিল ফ্রান্সের জাতীয় ফুটবল দল। ১৯৮৪ তে স্পেনকে ২-০ গোলে হারিয়ে উয়েফা ইউরো জিতেছিল মিশেল প্লাতিনির দল। গোল করেছিলেন মিশেল প্লাতিনি ও ব্রুনো বেল্লোনি। ফাইনাল হয়েছিল আয়োজক দেশ ফ্রান্সের পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামে। এই প্রতিযোগিতায় মোট ৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন মিশেল প্লাতিনি। সেমিফাইনালে পর্তুগালকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স। ডেনমার্ককে টাই ব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল স্পেন। ফ্রান্সকে প্রথম শিরোপা জিতিয়েছিলেন কোচ মিশেল হিডালগো। মিগুয়েল মুনোজের দল গ্রুপ স্টেজ থেকে দারুণ পারফর্ম করে উঠেছিল। রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তির হাত ধরেই ইউরোপ জয়ের স্বপ্ন দেখছিল তারা। তবে ফাইনালে প্লাতিনির দলকে বেগ দিতে ব্যার্থ হয় তারা। ১৯৮৪ - র পর ১৯৯৮ তে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল জিদানের ফ্রান্স । ২০০০ সালে ইউরো এবং ২০১৮ তে ফের একবার বিশ্বকাপ জিতেছিল তারা।
On This Day 1984
ইউরো কাপ ফ্রান্স জিতেছিল আজকের দিনে
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0