POETRY — BIDHUYT RAJGURU | TIGER — NATUNPATA | MONDAY 5 AUGHST 2024

কবিতা — শায়েরি ঘোষ | বাঘ — নতুনপাতা | সোমবার ৫ আগস্ট ২০২৪

ছোটদের বিভাগ

POETRY    BIDHUYT RAJGURU  TIGER  NATUNPATA  MONDAY 5 AUGHST 2024

কবিতা

বাঘ 
শায়েরি ঘোষ

নতুনপাতা

এক তে ছিল বাঘ
তার মাথায় ছিল দাগ 
তার বয়স ছিল বারো 
সে বলত সবাইকে ধরে মারো 
একদিন সে গেল বনের ধার 
সেখানেই গিয়ে সে খেল মার 
সেখানে ছিল বাঘের মা
মা বলল তুই মার খা 
একদিন দেখা হল তার বাবার সঙ্গে 
বাবা বলল কীরে কি করিস এই বঙ্গে 
বাঘ বলল আমি যাবে সুন্দরবন 
সেখানে গিয়ে করব আমি বনভোজন।

দশম শ্রেণী, কৃষ্ণনগর পাবলিক স্কুল, মেঘছায়া, দেশবন্ধুনগর, ধুবুলিয়া, নদীয়া-৭৪১১৩৯

Comments :0

Login to leave a comment