কবিতা
বাঘ
শায়েরি ঘোষ
নতুনপাতা
এক তে ছিল বাঘ
তার মাথায় ছিল দাগ
তার বয়স ছিল বারো
সে বলত সবাইকে ধরে মারো
একদিন সে গেল বনের ধার
সেখানেই গিয়ে সে খেল মার
সেখানে ছিল বাঘের মা
মা বলল তুই মার খা
একদিন দেখা হল তার বাবার সঙ্গে
বাবা বলল কীরে কি করিস এই বঙ্গে
বাঘ বলল আমি যাবে সুন্দরবন
সেখানে গিয়ে করব আমি বনভোজন।
দশম শ্রেণী, কৃষ্ণনগর পাবলিক স্কুল, মেঘছায়া, দেশবন্ধুনগর, ধুবুলিয়া, নদীয়া-৭৪১১৩৯
Comments :0