রবিবার থেকে হাওড়া রামকৃষ্ণপুর ফেরি সার্ভিস বন্ধ থাকবে। সড়ক ও রেলপথের পাশাপাশি জলপথকে যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে বেছে নেন হাওড়া জেলার বাসিন্দারা। হাওড়া থেকে কলকাতায় প্রচুর মানুষ নিত্যদিন জলপথে যাতায়াত করেন। শনিবার হুগলী নদী জলপথ পরিবহন সমবায় সমিতি লিমিটেডের পক্ষে থেকে জানানো হয়েছে হাওড়া রামকৃষ্ণপুর ফেরি ঘাটটি পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের অধীনে গ্যাংয়ের রিপেয়ারিং’র জন্য রবিবার থেকে আনুমানিক সাতদিন ফেরী পরিষেবা বন্ধ থাকবে।
হাওড়া রামকৃষ্ণপুর ফেরি সার্ভিস হুগলি নদীর ওপর হাওড়া ও কলকাতার মধ্যে যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ জলপথ। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট থেকে কলকাতার বিভিন্ন ঘাট যেমন বাবুঘাট বা ফেয়ারলি প্লেস পর্যন্ত চলাচল করে। যাত্রী পরিবহনের একটি সাশ্রয়ী ও দ্রুত মাধ্যম। এই রামকৃষ্ণপুর ফেরি সার্ভিস বন্ধ থাকায় বিপাকে পড়রেন যাত্রীরা।
Ramakrishnapur Ferry Service
রবিবার থেকে বন্ধ থাকবে রামকৃষ্ণপুর ফেরি সার্ভিস
×
Comments :0