আইএসএল নিয়ে সোমবারও এলনা সুপ্রিম কোর্টের বহু প্রতীক্ষিত সেই রায়। তবে এব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত জানাবে সুপ্রিম কোর্ট। সেই ব্যাপারে আগামী মরশুমের জন্য আইএসএলের স্পন্সর খুঁজতে টেন্ডার ডাকতে পারবে ফেডারেশন। বিচারপতি পি এস নরসিমা বলেছেন ' রায় তৈরিই আছে । কিন্তু জাতীয় ক্রীড়ানীতি চালু হওয়া নিয়ে অনিশ্চয়তায় আমরা তা জানাতে পারছিনা '। তবে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানানোর কথা বলেছে ভারতের সর্বোচ্চ আদালত।
Indian Super League
আইএসএল নিয়ে সোমবারও এলনা সুপ্রিম কোর্টের বহু প্রতীক্ষিত সেই রায়

×
Comments :0