বৃহস্পতিবার রাতে ইন্ডিয়ান ফুটবল এসোসিয়েশনের তরফ থেকে প্রকাশ করা হল এই মরশুমের কলকাতা প্রিমিয়ার ডিভিশনের সূচি। আগামী ২৫তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এই প্রতিযোগিতা। দুটি গ্ৰুপে ভাগ করা হয়েছে সব দলগুলিকে । আগামী ২৫তারিখ প্রথম ম্যাচে মাঠে নামবে বেহালা স্পোর্টিং এবং কালীঘাট মিলন সংঘ। নৈহাটির বঙ্কিমাঞ্জল স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা ৭:১৫থেকে। ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী ২৭তারিখ দুপুর ৩টে থেকে নৈহাটিতে। তাদের প্রতিপক্ষ কালীঘাট স্পোর্টস লাভার্স। মহামেডান নিজেদের প্রথম ম্যাচে নামবে আগামী ২৯ তারিখ ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপ্যাধায় স্টেডিয়ামে। মোহনবাগান নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী ৩০তারিখ পুলিশ এসির বিরুদ্ধে নৈহাটিতে দুপুর ৩টেয়। আগামী ১৯জুলাই এই মরশুমের প্রথম ডার্বিতে নামবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল । খেলার স্থান এখনও ঠিক না হলেও দুপুর ৩টে থেকেই হবে এই ম্যাচ। আইএফএ থেকে আপাতত শুধু ৭রাউন্ডের খেলার সূচি দেওয়া হয়েছে। যা চলবে আগামী ২০জুলাই পর্যন্ত। গ
calcutta premier divison league
প্রকাশিত হল কলকাতা লিগের সূচি
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0