গত লোকসভা নির্বাচনে যত গুলো আসনে মুখোমুখি লড়াই হয়েছিল দুই দলের মধ্যে সেখানে ৬৮.৭ শতাংশ ছিল বিজেপির স্ট্রাইক রেট। এবার তা কমে হয়েছে ৬২.৯ শতাংশ। অপর দিকে বেড়েছে কংগ্রেস। মুখোমুখি লড়াইয়ে এবারও তার হেরেছে বিজেপির কাছে কিন্তু আসন তারা বাড়িয়েছে। ২০১৯ সালে কংগ্রেসের স্ট্রাইক রেট ছিল ৮.৩ শতাংশ। এবার ২৯ শতাংশ।
২০১৪ সালে ৩৭০টি আসনে দুই দল মুখোমুখি লড়াই করে। তার মধ্যে বিজেপি জয়ী হয় ২৩৬টি আসনে। কংগ্রেস ৩৬ আসনে।
২০১৯ সালে ৩৭৪টি আসনের মধ্যে বিজেপির দখলে আসে ২৫৭। কংগ্রেসের ৩১। 
                                        
                                    
                                
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0