Murder

আমবাগানে রক্তাক্ত দেহ উদ্ধার

জেলা

শনিবার সকালে আমবাগান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। ঘটনা মালদার ইংরেজবাজারের পাতালচন্ডী এলাকার। মৃত ব্যক্তির নাম সুর রহমান। বাড়ি কালিয়াচক থানার সুজাপুর গ্রাম পঞ্চায়েতের চামাগ্রাম বাগানবাড়ি এলাকায়। জানাগিয়েছে, ইংরেজবাজারের  পাতালচন্ডী এলাকায় পুকুর পাহারার কাজ করতেন তিনি। আজ সকালে পুকুরের পাশে আমবাগান থেকে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। গলা কেটে খুন করা হয়েছে বলে অভিযোগ। তবে কি কারণে এই খুন তা এখনো জানা যায়নি।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন