শুক্রবার লিডসে ভারত ইংল্যান্ড প্রথম টেস্টের প্রথম দিনের ম্যাচের শেষে উজ্জ্বল অধিনায়ক জুটির পারফরম্যান্স। আইপিএলে শুভমন গিল ও ঋষভ পন্থের পারফরম্যান্স নিয়ে বয়ে গেছিল সমালোচনার ঝড়। এদিন যেন সব কিছুর জবাব নিজের ব্যাটের দ্বারায় | প্রথমে ১৫৮বলে ১০১ রান করে টেস্ট ফরম্যাটে নিজের দৌরাত্ম বজায় রাখেন যশস্বী। ৭৮বলে ৪২করে কার্সের বলে আউট হন কেএল রাহুল। এর ঠিক পরেই নামেন অধিনায়ক শুভমন গিল। আপাতত ১৭৫বলের ১২৭রানের এই ইনিংসে ১৬টা বাউন্ডারি ও ১টি ওভারবাউন্ডারি হাঁকিয়েছেন গিল। তার বিধ্বংসী ব্যাটিংয়ের শিকার থেকে কার্স , টাং , বশির বাদ যাননি কোনো ইংল্যান্ডের বোলারই । তাকে যোগ্য সহায়তা দিচ্ছেন সহঅধিনায়ক ঋষভ পন্থ। ১০২ বলে আপাতত তার রান ৬৫। যার মধ্যে ৬টি বাউন্ডারি ও ২টি ওভারবাউন্ডারি হাঁকিয়েছেন। দুইজনেই এক মাইলফলক গড়েছেন নিজেদের ব্যক্তিগত রানের ক্ষেত্রে । গিল টেস্ট ক্রিকেটে সম্পূর্ণ করেছেন তার ২০০০ রান এবং পন্থ ৩০০০রান সম্পূর্ণ করেছেন। ইংল্যান্ডের সুইংগিং পিচে ভারতের হয়ে হার না মানার লড়াইটা লড়ে যাচ্ছে এই অধিনায়ক জুটি। বর্তমানে তারাই রয়েছেন পিচে। ৩টি উইকেট হারিয়ে ৮৫ ওভারে ভারত ইতিমধ্যেই পার কে ফেলেছে ৩৫০-র গন্ডি। তাদের রান ৩৫৯। তবে দ্বিতীয় দিনে আরো অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে ভারতের জন্য। ভারতের চেষ্টা থাকবে প্রথম ইনিংসে রানের গন্ডি অন্তত ৪৫০-র উপরে পার করার।
india vs england test series
অধিনায়োকোচিত পারফরম্যান্সে মন জয় করলেন গিল-পন্থ জুটি
 ছবি সৌজন্য - ইন্ডিয়ান ক্রিকেট টিম অফিসিয়াল ফেসবুক পেজ
                                    ছবি সৌজন্য - ইন্ডিয়ান ক্রিকেট টিম অফিসিয়াল ফেসবুক পেজ
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0